৭ নম্বরে ব্যাটিংয়ের ব্যাখ্যা দিলেন সাকিব

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা পাকিস্তানের
২৭ ফেব্রুয়ারি ২৫
ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। এদিন অধিনায়ক সাকিব আল হাসান ৭ নম্বরে ব্যাট করেছেন। যদিও নিয়মিত তাকে তিন-চার নম্বরে ব্যাট করতে দেখা যায়।
ম্যাচ শেষে সাত নম্বরে ব্যাটিংয়ের ব্যাখ্যা দিয়েছেন সাকিব আল হাসান। তিনি জানিয়েছেন, মাঝের ওভারগুলোতে দারুণ বোলিং করছিলেন নিউজিল্যান্ডের দুই স্পিনার মিচেল ব্রেসওয়েল ও ইস সোধি। সেই সঙ্গে ডানহাতি ও বাঁহাতি কম্বিনেশনের জন্য নিজের পছন্দের পজিশনে ব্যাটিং করেননি সাকিব। ৭ নম্বরে নেমে ১৬ বলে ১৬ রান করেন তিনি।

নিজের ব্যাটিং পজিশন নিয়ে সাকিব বলেন, 'আমি উপরে ব্যাট করতে পারতাম কিন্তু তাদের দুজন স্পিনার বোলিং করছিল এবং আমাদের বাঁহাতি-ডানহাতি কম্বিনেশন ধরে রাখার দরকার ছিল। ব্যাটিং এমন একটি জায়গা যেখানে আমাদের উন্নতির সুযোগ রয়েছে এবং এই জায়গাটা নিয়ে কাজ করতে হবে।'
সাকিব-মিরাজের সঙ্গে পিএসএল খেলতে ফের পাকিস্তানে রিশাদ
২ ঘন্টা আগে
টানা দুই ম্যাচ হেরে চাঙ্গা থাকা কঠিন বলে মনে করেন সাকিব। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী দুই ম্যাচে খেলা কঠিন হবে বলে মনে করেন তিনি। টাইগার অধিনায়কের ভাষ্য, 'যখন আপনি দুই ম্যাচ হেরে যাবেন চাঙ্গা থাকা কঠিন। কিন্তু বিশ্বকাপ সামনে। সামনের দুই ম্যাচ আমাদের জন্য কঠিন হতে চলেছে।'
এই ম্যাচে একাদশে জায়গা পাননি সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ। ওপেনিংয়ে মিরাজের সঙ্গে নেমেছিলেন নাজমুল হোসেন শান্ত। ১২ রানে ওপেনিং জুটি ভাঙলেও দ্বিতীয় উইকেটে ৪১ রান যোগ করেন লিটন দাস ও শান্ত। সাকিব মনে করেন ভালো শুরু পেলেও তারা সেটা ধরে রাখতে পারেননি বলেই ম্যাচ ফসকে গেছে।
তিনি বলেন, 'হ্যা এই উইকেটে নিউজিল্যান্ডের স্পিনাররা ভালো বল করেছে। আমরা ভালো শুরু করেছিলাম কিন্তু তাদের মানসম্পন্ন স্পিনারদের সামলাতে পারিনি এবং আমরা কোনো মোমেন্টামই পাইনি। আমাদের উপরের তিন ব্যাটারকে পারফর্ম ক্রুতে হবে এবং ১৫-১৬ ওভার পর্যন্ত ব্যাট করতে হবে।'