promotional_ad

চোটে পড়ে বিশ্বকাপ শেষ মাদুশঙ্কার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এক মাসের জন্য শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক ইংল্যান্ডের বুন

১৬ মে ২৫
শ্রীলঙ্কার ক্রিকেটে যুক্ত হয়েই কাজ শুরু করে দিয়েছেন টিম ‍বুন, এসএলসি

শেষ মুহূর্তে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপে আর খেলা হচ্ছে না দিলশান মাদুশঙ্কার। হাঁটুর চোটের কারণে পুরো আসর থেকেই ছিটকে গেছেন এই লঙ্কান পেসার।


আজ নামিবিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে শ্রীলঙ্কা। এই ম্যাচের আগে গতকাল অনুশীলন করার সময় চোট পান মাদুশঙ্কা। নেটে নিজের দ্বিতীয় ওভারের বোলিং করতে গিয়ে চোট পান হাঁটুতে।


promotional_ad

এরপর আর অনুশীলন চালিয়ে যেতে পারেননি তিনি। এই সময় ভালোভাবে হাঁটতে সমস্যা হচ্ছিলো তার। খোঁড়াতে খোঁড়াতে অনুশীলন থেকে চলে যান এই তরুণ পেসার।


এর পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার হাঁটুতে এমআরআই স্ক্যান করানো হয়। আর এর রিপোর্ট হাতে পাওয়ার পর জানা যায় এই চোট গুরুতর। পুরোপুরি সেরে ওঠতে বেশ কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। তাই এবারের আসরে তার আর মাঠে নামা হচ্ছে না।


মাদুশঙ্কার বদলি হিসেবে এখনো কারও নাম ঘোষণা করেনি শ্রীলঙ্কা। তবে ধারণা করা হচ্ছে কাসুন রাজিতা বা বিনুরা ফার্নান্দো বিকল্প হতে পারেন এই পেসারের।


গত আগস্টে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় মাদুশঙ্কার। নিজের অভিষেকে এশিয়া কাপের মতো আসরে বল হাতে নজর কাড়েন এই পেসার। এরপরই সু্যোগ মেলে বিশ্বকাপ স্কোয়াডেও। তবে চোটের কারণে নিজের প্রথম বিশ্বকাপ শুরুর আগেই শেষ হয়ে গেছে তার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball