promotional_ad

হাসারাঙ্গা-থিকশানাকে 'টার্গেট' করছে অস্ট্রেলিয়া

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বর্ষসেরার মনোনয়ন পেলেন ৮ ক্রিকেটার

২৯ ডিসেম্বর ২৪
আইসিসির বর্ষসেরা ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটারের জন্য মনোনয়ন পেয়েছেন ৮ ক্রিকেটার

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বড় শক্তির জায়গা তাদের স্পিন বোলিং ইউনিট। যেখানে অভিজ্ঞ ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে আছেন তরুণ মাহিশ থিকশানা। অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়েও নিশ্চয়ই লঙ্কানদের মাস্টার প্ল্যানে নেতৃত্ব দেবেন এই দুই স্পিনার। তবে তাদের খেলতে ভিন্ন পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া। অজিদের পরিকল্পনার অংশ হিসেবে এই দুই স্পিনারের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলবে অস্ট্রেলিয়া, এমনটাই জানিয়েছেন মিচেল মার্শ।


গত এশিয়া কাপে শ্রীলঙ্কার চ্যাম্পিয়ন হওয়ার পেছনে যথেষ্ট অবদান ছিল স্পিনারদের। বিশেষ করে হাসারাঙ্গার। এই লেগ স্পিনার আরব আমিরাত বিশ্বকাপেও দারুণ বোলিং করেছিলেন। তবে অস্ট্রেলিয়া কন্ডিশনে স্পিনাররা বাড়তি কোনো সহযোগিতে পায় না। তবে প্রথম রাউন্ডে যথেষ্ট ভালো বোলিং করেছেন তিনি। সবমিলিয়ে সুপার টুয়েলভে তার সামনে চ্যালেঞ্জ থাকছে।


promotional_ad

গত কয়েক বছরে দারুণ উন্নতি করেছেন থিকশানা। বিশেষ করে গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার পর থেকে বল হাতে দুর্দান্ত ফর্মে আছেন তিনি। নতুন বলে পাওয়ার প্লেতে বোলিং কিংবা মিডল অভারে রানের চাকা আটকানো সব জায়গাতেই সফল এই লেগ স্পিনার।


আরো পড়ুন

এক মাসের জন্য শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক ইংল্যান্ডের বুন

১৬ মে ২৫
শ্রীলঙ্কার ক্রিকেটে যুক্ত হয়েই কাজ শুরু করে দিয়েছেন টিম ‍বুন, এসএলসি

মার্শ বলেন, 'আশা করছি, পার্থের উইকেটে খুব বেশি স্পিন ধরবে না এবং আমরা তাদের (হাসারাঙ্গা-থিকশানা) বিপক্ষে আক্রমণাত্মক খেলবো। এই দুইজন তাদের গুরুত্বপূর্ণ বোলার। আমরা যদি তাদের (হাসারাঙ্গা-থিকশানা) বিপক্ষে ভালো করতে পারে তাহলে আমরা ম্যাচে এগিয়ে থাকবো।'


অস্ট্রেলিয়ার কন্ডিশনে বরাবরই বাড়তি সুবিধা পায় পেসাররা। স্পিনারদের জন্য তাই চ্যালেঞ্জ থাকে। তাছাড়া অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন অভিজ্ঞ ব্যাটার আছেন, যারা স্পিন খুবই ভালো খেলে।


মার্শ বলেন, 'অস্ট্রেলিয়ার কন্ডিশনে আমরা স্পিন খুবই ভালো খেলি। তাই আমরা এই চ্যালেঞ্জ (স্পিনের বিপক্ষে খেলা) নিতে মুখিয়ে আছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball