promotional_ad

বাংলাদেশ নারী দলের কোচ হচ্ছেন হাশান তিলকারত্নে

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘আমাদের আরো শিখতে হবে’, সিরিজ হারের পর লিটন

২ ঘন্টা আগে
সিরিজ শুরুর আগে মোহাম্মদ ওয়াসিমের (বামে) সঙ্গে ফটোসেশনে লিটন দাস (ডানে), ফাইল ফটো

বাংলাদেশ নারী দলের ট্রফি ধরে রাখার মিশন ছিল সদ্য সমাপ্ত নারী এশিয়া কাপ। কিন্তু ঘরের মাঠে সেই আসরে ব্যর্থ হয়েছে দল। এমন ব্যর্থতার পর এবার নতুন প্রধান কোচ পাচ্ছে বাংলাদেশ নারী দল। দলটির প্রধান কোচ হিসেবে যোগ দেবেন হাশান তিলকারত্নে।


নিউ জিল্যান্ড সফরকে সামনে রেখে নভেম্বরের শুরুতেই দলের সঙ্গে যোগ দেবেন এই লঙ্কান কোচ। আপাতত দুই বছরের জন্য বাংলাদেশ নারী দলের সঙ্গে কাজ করার চুক্তি হয়েছে তার, বিসিবির বিশ্বস্ত একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে ক্রিকফ্রেঞ্জিকে।


promotional_ad

সদ্য সমাপ্ত নারী এশিয়া কাপে হাশানের অধীনেই রানার্স আপ হয়েছে শ্রীলঙ্কা। দলটির প্রধান কোচ হিসেবে সেই আসরে বাংলাদেশ সফর করেছিলেন তিনি। মূলত তখনই তার সঙ্গে প্রাথমিকভাবে আলোচনা করেছিল বিসিবি। এখন সেটি চূড়ান্ত হয়েছে।


আরো পড়ুন

এক মাসের জন্য শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক ইংল্যান্ডের বুন

১৬ মে ২৫
শ্রীলঙ্কার ক্রিকেটে যুক্ত হয়েই কাজ শুরু করে দিয়েছেন টিম ‍বুন, এসএলসি

আগামী ডিসেম্বরে নারী চ্যাম্পিয়নশিপে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নিউ জিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। দলের সঙ্গে এই সফরই হাশানের প্রথম অ্যাসাইনমেন্ট হতে পারে। এই সিরিজের জন্য এরই মধ্যে মিরপুরে প্রস্তুতি ক্যাম্প শুরু করেছেন সালমা-রুমানারা।


লঙ্কান এই কোচের অভিজ্ঞতা যেমন আছে তেমনি তার খেলোয়াড়ি জীবনের পরিসংখ্যানও বেশ সমৃদ্ধ। ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কা দলের সদস্য ছিলেন তিনি।


শ্রীলঙ্কার হয়ে ৮৩টি টেস্ট খেলেছেন হাশান। এই ফরম্যাটে ১১ সেঞ্চুরিতে ৪২.৮৭ গড়ে ৪ হাজার ৫৪৫ রান করেছেন তিনি। দেশের হয়ে খেলা ২০০ ওয়ানডেতে ২৯.৬০ গড়ে তার সংগ্রহ ৩ হাজার ৭৮৯ রান। যেখানে রয়েছে ২টি সেঞ্চুরি ও ১৩টি ফিফটি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball