বাংলাদেশকে নতুন শুরুর পরামর্শ মুডির

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাবর-রিজওয়ান-শাহীনকে ছাড়াই বাংলাদেশ সিরিজে খেলবে পাকিস্তান
২ ঘন্টা আগে
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সাফল্য নেই বললেই চলে। ২০ ওভারের ক্রিকেটে সঙ্গে নিজেদের মানিয়েও নিতে পারছেন না ক্রিকেটাররা। তবে এশিয়া কাপের আগে সবকিছু নতুন করে শুরুর পরিকল্পনা সাজায় বাংলাদেশ। তাতেও সাফল্য নামক সোনার হরিণের দেখা মিলেনি। এলোমেলো বাংলাদেশকে এবার সবকিছু নতুন করে শুরুর পরামর্শ দিলেন টম মুডি।
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই ২০ ওভারের ক্রিকেটে ছন্দহীন বাংলাদেশ। সিরিজ খোয়াতে হয়েছে জিম্বাবুয়ের মতো দলের সঙ্গেও। এরপরই নতুন বুলি আওরান ক্রিকেট কর্তারা। এশিয়া কাপে দেখা মিলবে নতুন বাংলাদেশের, মাস দেড়েক আগে এমন আশার কথাই শুনিয়েছিলেন নাজমুল হাসান পাপন। যদিও পারফরম্যান্সে তার ছিঁটেফোঁটাও দেখা মেলেনি।
এশিয়া কাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হারের পর খানিকটা প্রতিদ্বন্দ্বীতার দেখা মিলেছিল শ্রীলঙ্কা ম্যাচে। তবে দুই ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে খেলা ত্রিদেশীয় সিরিজেও জয়হীন ছিল সাকিব আল হাসানের দল। যদিও মাঝে নুরুল হাসান সোহানের নেতৃত্বে আরব আমিরাতে দুটি জয় পেয়েছিল টাইগাররা। যার প্রথমটা খানিকটা কষ্টার্জিত।

ত্রিদেশীয় সিরিজে জয়হীন বাংলাদেশ অস্ট্রেলিয়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করে নেদারল্যান্ডসকে হারিয়ে। তবে নিচের সারির দলের সঙ্গে দেখা মেলেনি সেরা পারফরম্যান্স। ডাচদের হারানো বাংলাদেশ সিডনিতে সাউথ আফ্রিকার বিপক্ষে উড়ে যায়। এমন পারফরম্যান্সের পর বাংলাদেশকে নিজেদের প্রক্রিয়ার উপর বিশ্বাস রাখতে বলছেন মুডি।
অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার বলেন, ‘যখন দল হিসেবে আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন তখন আসলে কঠিন। এটা সবসময় চ্যালেঞ্জিং হবে। তাদের আসলে সবার একসঙ্গে বসতে হবে, নতুন করে শুরু করার কথা ভাবতে হবে যে তারা কি ধরনের ক্রিকেট খেলতে চায়, তাদের পরিকল্পনা কি এবং তাদের প্রক্রিয়ায় বিশ্বাস রাখতে হবে।’
সাউথ আফ্রিকার কাছে উড়ে যাওয়া বাংলাদেশের পরের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। লম্বা সময় তাদের সঙ্গে খেলার অভিজ্ঞতা থাকলেও এবারের টুর্নামেন্টে সিকান্দার রাজারা যেন একটু অন্য রকম। বাংলাদেশ যখন ধুঁকছে তখন পাকিস্তানকে হারিয়ে উড়ছে জিম্বাবুয়ে। গ্যাবায় জিম্বাবুয়েকে ফেভারিট না মানলেও বাংলাদেশের জন্য তারা হুমকি মনে করেন মুডি।
তিনি বলেন, ‘আমি বলবো না তারা ফেভারিট। কিন্তু আমার মনে হয় বাংলাদেশের জন্য জিম্বাবুয়ে বড় হুমকি হতে পারে। এক মাস আগে হলে হয়তো আপনি বাংলাদেশের জয় ধরে নিতেন। বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে না, তারা খুবই অধারাবাহিক।’
‘তাদের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার অফ ফর্মে রয়েছে। জিম্বাবুয়ে দারুণ ক্রিকেট খেলছে। কন্ডিশন তাদের সঙ্গে বেশ মানিয়েছে। বিশেষ করে তাদের লম্বা বোলারদের জন্য, তারা ধারাবাহিকভাবে বাউন্স করতে পারছে।’