স্ট্রাইকরেট নিয়ে চিন্তাই করেননি শান্ত

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অধিনায়ক হিসেবে বড় কিছু অর্জনের লক্ষ্য লিটনের
১২ মে ২৫
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে জিম্বাবুয়ের বিপক্ষে পাওয়া এই হাফ সেঞ্চুরিকে ক্যারিয়ারের সেরা হাফ সেঞ্চুরি বলে মানছেন এই ওপেনার।
৫৫ বলে ৭১ রান করার পথে নিজের স্ট্রাইক রেট নিয়ে একেবারেই উদ্বিগ্ন ছিলেন না শান্ত। ইনিংসের দ্বিতীয় ওভারে সৌম্য সরকার (০) ও ষষ্ঠ ওভারে লিটন দাস (১৪) ফিরে যাওয়ার পর দলের রান বাড়ানোর দিকেই নজর ছিল তার।

আর তাই কাঙ্খিত হাফ সেঞ্চুরি পেতে ৪৫ বল খেলেছেন বাঁহাতি এই ওপেনার। ১৭তম ওভারে তিনি যখন সিকান্দার রাজার শিকার হয়ে মাঠ ছাড়েন, তখন বাংলাদেশের সংগ্রহ চার উইকেটে ১২২ রান।
বাবর-রিজওয়ান-শাহীনকে ছাড়াই বাংলাদেশ সিরিজে খেলবে পাকিস্তান
২ ঘন্টা আগে
ম্যাচ শেষে শান্ত বলেন, ‘আমি মনে করি এটা আমার সেরা ইনিংস। কারণ আমার প্রথম ফিফটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে। কিছুটা বিশেষ আমার জন্য। স্ট্রাইকরেট নিয়ে চিন্তাই করিনি। বল দেখেছি, খেলেছি সেই অনুযায়ী। স্ট্রাইকরেট নিয়ে কোন ভাবনা ছিল না। দলের যে পরিকল্পনা ছিল সে অনুযায়ী খেলার চেষ্টা করেছি।'
বাংলাদেশ শেষ পর্যন্ত করে ৭ উইকেটে ১৫০। লক্ষ্য তাড়া করতে গিয়ে শেষ ওভার পর্যন্ত বুক চিতিয়ে লড়াই করে জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৪৭ রান তোলে তারা।
দলের বোলারদের কৃতিত্ব দিয়ে শান্ত আরও বলেন, ‘আমাদের বোলিং বিভাগের তাসকিন, মোস্তাফিজ, হাসান সবাই ভালো বোলিং করেছে। ভালো বিষয় সবাই সবাইকে সমর্থন করেছে। আগের থেকে উন্নতি হচ্ছে।’