টাকারের লড়াই ছাপিয়ে জিতল অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ ম্যাচ জিতে প্রায় ৯ কোটি টাকা পেল বাংলাদেশ
১৫ মে ২৫
অ্যারন ফিঞ্চের হাফ সেঞ্চুরি ও মিডল অর্ডার ব্যাটারদের কল্যাণে বড় পুঁজিই পেয়েছিল অস্ট্রেলিয়া। টপ অর্ডার ব্যাটাররা দাঁড়াতে না পারলেও রান তাড়ায় আয়ারল্যান্ডকে একাই টানেন লরকান টাকার। আইরিশ উইকেটকিপার ব্যাটারের লড়াই ছাপিয়ে এদিন ৪২ রানের জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া।
ব্রিসবেনে ১৮০ রান তাড়া করতে নেমে দারুণ শুরুর আভাস দেয় আয়ারল্যান্ড। প্রথম ৯ বলে দুই ছক্কা এবং ১ চারে ১৭ রান তোলে তারা। তবে সেই শুরু আর ধরে রাখতে পারেনি অ্যান্ড্রু বালবার্নির দল। আয়ারল্যান্ডের টপ অর্ডার গুঁড়িয়ে দেন অস্ট্রেলিয়ার বোলাররা।

যার শুরুটা হয়েছিল আয়ারল্যান্ডের অধিনায়ক বালবার্নিকে দিয়ে। দুর্দান্ত এক ডেলিভারিতে আইরিশ অধিনায়ককে বোল্ডকে সাজঘরে পাঠান প্যাট কামিন্স। গ্লেন ম্যাক্সওয়েলকে এসে এক ওভারে তুলে নেন দুই উইকেট। অজি স্পিনারের শিকার পল স্টার্লিং এবং হ্যারি টেক্টর।
পরের ওভারে বোলিংয়ে এসে কামিন্স-ম্যাক্সওয়েলদের সঙ্গে আয়ারল্যান্ডকে গুঁড়িয়ে দেয়া শুরু করেন মিচেল স্টার্ক। বাঁহাতি এই পেসারের গতিময় বলে দিশেহারা কার্টিস ক্যাম্ফার এবং জর্জ ডকরেল। তারা দুজনই বিদায় নিয়েছেন শূন্য রানে। তাতে মাত্র ২৫ রানে ৫ উইকেট হারিয়ে জয় থেকে অনেকটা দূরে সরে যায় আয়ারল্যান্ড।
পাওয়ার প্লেতে ৫ উইকেট হারালেও গ্যারেথ ডেলানি এবং মার্ক অ্যাডায়ারকে নিয়ে দলকে একাই টেনে তোলার চেষ্টা করেন টাকার। চাপে থাকলেও অজি বোলারদের রীতিমতো আক্রমণ করে বসেন এই উইকেটকিপার ব্যাটার। ৪০ বলে তুলে নেন হাফ সেঞ্চুরিও।
টাকারের দারুণ ব্যাটিংয়ের সুবাদেই শেষ পর্যন্ত খানিকটা লড়াই করে আয়ারল্যান্ড। ৯ চার এবং এক ছক্কায় ৪৮ বলে ৭১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকলেও অন্য প্রান্তে সতীর্থ সঙ্গ দিতে না পারায় অল আউট হতে হয় তার দলকে। অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন কামিন্স, ম্যাক্সওয়েল, স্টার্ক এবং অ্যাডাম জাম্পা।
এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৯ রান তোলে অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেছেন অধিনায়ক ফিঞ্চ। এ ছাড়া মিচেল মার্শ ২৮ এবং মার্কোস স্টইনিস করেছেন অপরাজিত ৩৫ রান। আয়ারল্যান্ডের হয়ে ব্যারি ম্যাকার্থি তিনটি এবং জশুয়া লিটল নিয়েছেন দুটি উইকেট।