সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ গুনাথিলাকা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এক মাসের জন্য শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক ইংল্যান্ডের বুন
১৬ মে ২৫
ধ র্ষ ণের অভিযোগে ৫ নভেম্বর সিডনিতে গ্রেফতার করা হয়েছে দানুশকা গুনাথিলাকাকে। এবার তাকে সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে এসএলসি।
ধ র্ষ ণের অভিযোগ অবশ্য এখনও প্রমাণিত হয়নি। এ নিয়ে তদন্ত করবে অস্ট্রেলিয়ার পুলিশ। আর অস্ট্রেলিয়ার পুলিশদের এই ব্যাপারে সর্বোচ্চ সাহায্য করার অঙ্গীকার জানিয়েছে এসএলসি।

এসএলসি বলেছে, ‘শ্রীলঙ্কা ক্রিকেটের কার্যনির্বাহী কমিটি সবধরণের ক্রিকেট থেকে অনতিবিলম্বে দানুশকা গুনাথিলাকাকে নিষিদ্ধ করছে। এবং অস্ট্রেলিয়ায় যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত ও গ্রেফতার হওয়া গুনাথিলাকাকে নির্বাচকরা আর বিবেচনা করবে না।’
গত তিন সপ্তাহ আগে চোট পেয়েছিলেন গুনাথিলাকা। এ কারণে বিশ্বকাপ থেকে ছিটকেও যান তিনি। তার বদলে জায়গা করে নেন আশেন বান্দারা। বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও দলের সঙ্গেই রাখা হয় গুনাথিলাকাকে।
এই টপ অর্ডারের বিরুদ্ধে ধ র্ষ ণের অভিযোগ আনেন ২৯ বছর বয়সী এক মহিলা। যার সঙ্গে গুনাথিলাকার একটি ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয়েছিল। তারপর ওই মহিলার সঙ্গে সিডনির একটি বাসায় দেখা করেন গুনাথিলাকা।
আর প্রথম দেখার পরই এই অভিযোগ আসে ওই মহিলার পক্ষ থেকে। চলতি সপ্তাহের প্রথম দিকেই ঘটে এই ঘটনা। সেদিনই সিডনি পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে গ্রেফতার করে।