আবারও আইসিসির চেয়ারম্যান বার্কলে

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন করতে চায় ভারত
১০ মে ২৫
বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছে গ্রেগ বার্কলে। এর মধ্যে দিয়ে দ্বিতীয়বারের মতো আইসিসির স্বাধীন চেয়ারম্যান হলেন তিনি।
রবিবার আইসিসি এক বিবৃতিতে বার্কলের দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। আগামী দুই বছর তার হাতেই থাকবে আইসিসির সর্বময় ক্ষমতা।

আইসিসির চেয়ারম্যান নির্বাচনে অংশ নিয়েছিলেন জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের প্রধান টাভেঙ্গওয়া মুকুহলানি। যদিও তিনি পরে নিজের নাম সরিয়ে নেন। এর ফলে চেয়ারম্যান হিসেবে বার্কলের নাম ঘোষণা ছিল সময়ের অপেক্ষা মাত্র।
ওয়েস্ট ইন্ডিজ ভেঙে দেয়ার প্রস্তাব আইসিসির সাবেক সভাপতির
৫ ডিসেম্বর ২৪
পেশায় একজন আইনজীবী হলেও লম্বা সময় নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধানের দায়িত্ব পালন করেছেন বার্কলে। ২০২০ সালে শশাঙ্ক মনোহরের দায়িত্ব ছাড়ার পর আইসিসি চেয়ারম্যানের পদে বসেন তিনি।
দ্বিতীয় দফায় দায়িত্ব নিয়ে দারুণ উচ্ছ্বসিত বার্কলে। পুনঃরায় নির্বাচিত হওয়ায় আইসিসির বোর্ড পরিচালকদের ধন্যবাদ জানিয়েছেন বার্কলে।
তিনি আইসিসির বিবৃতিতে বলেছেন, 'আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হিসাবে পুনরায় নির্বাচিত হওয়া সম্মানের বিষয়। আমাকে সমর্থনের জন্য সহযোগী আইসিসি পরিচালকদের ধন্যবাদ জানাতে চাই।'