লঙ্গার ভার্সনে সময় দিতে আইপিএলে খেলবেন না বিলিংস

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বেঙ্গালুরুতে বেথেলের বদলি সেইফার্ট
২ ঘন্টা আগে
লঙ্গার ভার্সন ক্রিকেটে সময় দিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার স্যাম বিলিংস।
সোমবার টুইটারে এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দিয়েছেন তিনি। আসন্ন গ্রীষ্মে তিনি কেন্টের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতেই এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

বিলিংস লিখেছেন, 'কলকাতার হয়ে আসন্ন আইপিএলে না খেলার কঠিন সিদ্ধান্ত নিলাম। ইংলিশ সামার সিজনে লঙ্গার ভার্সনের ক্রিকেটে খেলায় মনোনিবেশ করছি। সুযোগ দেয়ার জন্য কলকাতাকে অসংখ্য ধন্যবাদ। প্রতি মুহূর্ত উপভোগ করেছি। দুর্ধর্ষ এক ফ্র্যাঞ্চাইজি। ম্যানেজমেন্ট অত্যন্ত ভালো। আশা করছি, ভবিষ্যতে আবার দেখা হবে।'
রিশাদের অনবদ্য পারফরম্যান্স দেখে বিলিংসের মনে পড়ছে রশিদকে
১৬ এপ্রিল ২৫
আইপিএলের নিলাম থেকে ২ কোটি ভিত্তি মূল্যে বিলিংসকে দলে ভিড়িয়েছিল কলকাতা। কেকেআর দলে উইকেটরক্ষক হিসেবে দেশি শেলডন জ্যাকসন থাকলেও দলটির প্রথম পছন্দ ছিলেন বিলিংসই।
এখনও পর্যন্ত আইপিএলে ৩০ ম্যাচ খেলে ১৯.৩৫ গড়ে ৫০৩ রান করেছেন তিনি। ব্যাট হাতে তার সর্বোচ্চ রানের ইনিংস ছিল ৫৬ রানের। সেই সঙ্গে উইকেটের পেছনেও দৃষ্টিনন্দন পারফর্ম করে দলটির ঘরের ছেলে হয়ে উঠেছিলেন এই ইংলিশ ক্রিকেটার।
কলকাতা অবশ্য আগে থেকেই জানতো বিলিংসকে পাওয়া যাবে না আগামী আসরে। তাই বিকল্প হিসেবে তারা দলে ভিড়িয়েছে আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটার রহমানউল্লাহ গুরবাজকে।