promotional_ad

ফাইনালের ৩ দিন পর সিরিজ, বিরক্ত মঈন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বরুণের সঙ্গে আরো জুটি গড়তে চান মঈন

২৭ মার্চ ২৫
রাজস্থানের বিপক্ষে দুই উইকেট নেন মঈন আলী, ফাইল ফটো

বিশ্বকাপ ফাইনালের রেশ কাটতে না কাটতেই ওয়ানডে সিরিজ খেলতে নামছে ইংল্যান্ড। পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতলেও উদযাপন করার জন্য ৭২ ঘণ্টাও সময় পাচ্ছেন না জস বাটলাররা! এমন সূচিতে বিরক্ত মঈন আলী।


সময় যত বাড়ছে ক্রিকেটের ব্যস্ততাও ততই বাড়ছে। ঠাসা সূচিত নিঃশ্বাস ফেলার সময় পাচ্ছেন না ক্রিকেটাররা। ১৩ নভেম্বর পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলেছে ইংলিশরা। এমন ট্রফি জেতার পরও উদযাপন করার সময় পাচ্ছেন না তারা।


promotional_ad

বৃহস্পতিবার থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে গড়াচ্ছে ওয়ানডে সিরিজ। যেখানে খেলবেন বিশ্বকাপের দলে থাকা ৯ ক্রিকেটারকে। ফাইনালের পর বিশ্রাম না পাওয়ায় চটেছেন মঈন। এর আগে ২০১৯ বিশ্বকাপের ফাইনালের ১০ দিন পর আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে নেমেছিল তারা।


আরো পড়ুন

ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ আর্চার

৪ ঘন্টা আগে
ইনজুরিতে আবারো মাঠের বাইরে জফরা আর্চার, ফাইল ফটো

শিরোপা জয়ের মুহূর্তটা উদযাপন করতে চান তারা। নিজের বিরক্তি প্রকাশ করে মঈন বলেন, ‘এই ধরনের সিরিজ হতাশাজনক। এমনটা অনেকদিন ধরেই হয়ে আসছে। দল হিসেবে আমরা উপভোগ করতে চাই, উদযাপন করতে চাই, ওই সময়টা প্রয়োজন। কারণ এর জন্য অনেক পরিশ্রম করেছি আমরা। টুর্নামেন্ট যখন চলছিল শুধু তখনই নয়, এর আগে, পুরো টুর্নামেন্ট ঘিরে প্রস্তুতির বিষয় ছিল।’


তিনদিনের মাঝে খেলতে নামাকে অপ্রীতিকর বলছেন মঈন। ইংল্যান্ডের অভিজ্ঞ এই অলরাউন্ডার অবশ্য মনে করেন, তারা এটার সঙ্গে অভ্যস্ত হয়ে গেছেন। তবে এভাবে খেলতে নিজের শতভাগ দেয়া যায় না বলে জানান তিনি।


মঈন বলেন, ‘তিনদিনের মধ্যে আবার ম্যাচ খেলা, এটা খুবই অপ্রীতিকর। ক্রিকেটার হিসেবে এর সঙ্গে অভ্যস্ত হয়ে গেছি আমরা। তবে প্রতি দুই-তিন দিনে ম্যাচ খেলে সবসময় শতভাগ দেওয়া খুবই কঠিন কাজ।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball