আর্চারকে না পেলে বড় বিপদে পড়বে মুম্বাই: ওয়াসিম জাফর

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ আর্চার
৪ ঘন্টা আগে
চোটের কারণে লম্বা সময় ধরেই জাতীয় দলে নেই জফরা আর্চার। একই কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বশেষ আসরে দল পেলেও খেলা হয়নি ইংল্যান্ডের এই পেসারের। আইপিএলের এবারের মৌসুমেও তাকে দেখা যাবে কিনা তা এখনও নিশ্চিত নন। আর্চারকে না পেলে বড় বিপদে পড়বে মুম্বাই ইন্ডিয়ানস, এমনটাই মনে করেন ওয়াসিম জাফর।
২০২১ সালের জুলাই থেকেই প্রতিযোগীতামূলক ক্রিকেটের বাইরে আর্চার। ২০১৯ সালের বিশ্বকাপের পর থেকেই কুনুইয়ের চোটে ভুগছেন তিনি। এরপর বেশ কয়েকবার প্রায় সেরে উঠলেও বারবার পুরোনো চোট বাধা হয়ে দাঁড়িয়েছে তার সামনে। আরব আমিরাতে ইংল্যান্ড লায়ন্সের ক্যাম্প দিয়ে পুনর্বাসন শেষে আবারও অনুশীলনে ফিরছেন তিনি। যা আশা দেখাচ্ছে মুম্বাইকে।
চোটে থাকার পরও গত বছর আইপিএলের মেগা নিলাম থেকে ৮ কোটি রুপিতে আর্চারকে কিনে নেয় পাঁচবারের চ্যাম্পিয়নরা। তবে পুরো আসরে তাকে পায়নি তারা। আর্চার থাকলে জসপ্রিত বুমরাহ ও জেসন বেহরেনডর্ফকে নিয়ে দারুণ এক পেস জুটি হবে বলে মনে করেন ওয়াসিম।

ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে আলাপকালে ওয়াসিম জাফর বলেন, ‘আমি আশা করি আর্চার ফিট এবং দৌড়াচ্ছেন। যদি তাকে না পাওয়া যায় তাহলে তারা বড় বিপদে পড়বে। জসপ্রিত বুমরাহ, আর্চার এবং জেসন বেহরেনডর্ফ ভালো পেস বোলিং জুটি হতে পারে। আকাশ মাধওয়ালও আছে, আমি তাকে উত্তরখণ্ড থেকে চিনি।’
মুশফিক-মাহমুদউল্লাহর সমালোচনায় ওয়াসিম জাফর
২৫ ফেব্রুয়ারি ২৫
‘সে খুবই সম্ভাবনাময় ক্রিকেটার। সেও জায়গা পেতে পারে। কিন্তু স্পিন বিভাগে তারা খুবই দুর্বল। হৃতিক শোকিন আছে কিন্তু সে খুব কম ম্যাচ খেলেচে। সে একজন অফ স্পিনার। ওয়াংখেড়েতে খেলা হলে সে খুব বেশি কিছু করতে পারবে না। কুমার কার্তিকেয়ার সময়টা ভালো ছিল এবং সে ভালো করেছে।’
আইপিএলের এবারের আসরের নিলামের আগে ১৩ ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে মুম্বাই। তবে বর্তমান স্কোয়াডে নেই বিশ্বমানের কোন স্পিনার। ড্রাফট থেকে বিদেশি স্পিনার কেনার বিকল্প নেই মুম্বাইয়ের। তবে ডেওয়াল্ড ব্রেভিস, টিম ডেভিড, ট্রিস্টিয়ান স্টাবসদের মতো ক্রিকেটার থাকায় বিদেশি স্পিনার খেলাতে বিপাকে পড়তে হবে তাদের।
মুম্বাইয়ে স্পিনার নিয়ে ওয়াসিম বলেন, ‘কিন্ত আপনি এটা জানেন যে তাদের দলে খুব বেশি অভিজ্ঞ কেউ নেই। তাদের বড় হতে হবে এবং সঠিক পদ্ধতিতে স্পিনার বাছাই করতে হবে। তারা খুব বেশি বিদেশি স্পিনার নিতে পারবে না। কারণ তাদের জন্য জায়গা পাওয়া কঠিন। কারণ টিম ডেভিড, ট্রিস্টিয়ান স্টাবস, আর্চার এবং বেহরেনডর্ফ খেলবে।’
‘আমি জানি না তাদের স্থানীয় স্পিনার কে। তাদের জন্য ভারতীয় স্পিনাররা থাকবে। এটা দারুণ একটা কিছু হতে যাচ্ছে। ছেড়ে দেয়া ক্রিকেটাররা অনুমেয়ই ছিল।’