promotional_ad

শর্ত সাপেক্ষে জামিন পেলেন গুনাথিলাকা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

এক মাসের জন্য শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক ইংল্যান্ডের বুন

১৬ মে ২৫
শ্রীলঙ্কার ক্রিকেটে যুক্ত হয়েই কাজ শুরু করে দিয়েছেন টিম ‍বুন, এসএলসি

যৌন হয়রানির অভিযোগে অস্ট্রেলিয়ার একটি কারাগারে আটক ছিলেন দানুশকা গুনাথিলাকা। ১১ দিন আটক থাকার পর আজ কিছু শর্ত দিয়ে তাকে জামিন দিলেন সিডনির ডাউনিং সেন্টার লোকাল কোর্ট। 


পারকেলা জেল থেকে অডিওভিজুয়াল লিঙ্কের মাধ্যমে আদালতের এই সিদ্ধান্ত জানতে পারেন গুনাথিলাকা। বৃহস্পতিবার (১৭ নভেম্বর)  ম্যাজিস্ট্রেট জ্যানেট ওয়াহলকুইস্ট গুনাথিলাকার জামিন মঞ্জুর করেছেন।


promotional_ad

দেড় লাখ অস্ট্রেলিয়ান ডলার ও কিছু শর্তের বিনিময়ে জামিন পেয়েছেন গুনাথিলাকা। টিন্ডার কিংবা অন্য কোনও ডেটিং অ্যাপস ব্যবহার করতে পারবেন না তিনি। বিদ্যমান সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ঢুকতে হলে তার লিগ্যাল টিমের সহায়তা নিতে হবে।


আগামী ১২ জানুয়ারি এই মামলা আবারও আদালতে উঠবে। ততদিন একটি নির্দিষ্ট ঠিকানায় থাকতে হবে তাকে এবং প্রতিদিন পুলিশের কাছে রিপোর্ট করতে হবে।


কর্তৃপক্ষের তদন্তে এখনও পর্যন্ত পূর্ণ সহযোগিতা করেছেন গুনাথিলাকা। পাসপোর্টও জমা দিয়ে রেখেছেন, তাই অস্ট্রেলিয়া থেকে পালানোর কোনও সুযোগ নেই তার। 


তবে অভিযুক্তকারী ওই নারীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামিনের বিরোধিতা করেন পুলিশ প্রসিকিউটর কেরি-অ্যান ম্যাককিনন। একই সঙ্গে সংশয় প্রকাশ করে কেরি বলেছেন, দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন গুনাথিলাকা।


ওয়াহলকুইস্ট বলেন, একজন অস্ট্রেলিয়ান নাগরিক এই ধরনের অভিযোগে যেভাবে জামিন পেতেন, সেই নিয়মই বহাল থাকছে শ্রীলঙ্কার এই ক্রিকেটারের ক্ষেত্রে। গুনাথিলাকার পক্ষের আইনজীবী মুরুগান থানগারাজ জামিনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘এই ধরনের পরিস্থিতিতে অবশ্যই তিনি জামিন পেতে পারেন।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball