promotional_ad

৬ বছর পর ছন্দ খুঁজে পেয়েছেন স্মিথ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

স্মিথ ও ফিলিপসকে পেছনে ফেলে ফেব্রুয়ারির মাসসেরা গিল

১২ মার্চ ২৫
ফাইল ছবি

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ৬ বছর পর নিজের হারানো ছন্দ খুঁজে পেয়েছেন বলে দাবি করছেন স্টিভ স্মিথ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে খেলা ইনিংসটিকে যথার্থ বা 'পারফেক্ট' মনে করছেন এই মিডল অর্ডার ব্যাটার।


২৮৮ রানের লক্ষ্য তাড়া করার ম্যাচে ৭৮ বলে ৯টি চার ও একটি ছক্কায় অপরাজিত ৮০ রান করেন স্মিথ। তার অসাধারণ ইনিংসে ৪৬.৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। সিরিজেও এগিয়ে যায় ১-০ ব্যবধানে।


promotional_ad

এই ম্যাচে তিনে নেমে শুরু থেকেই দাপট নিয়ে খেলতে থাকেন স্মিথ। গত কয়েক বছরে টেস্ট ক্রিকেটে দারুণভাবে সফল হলেও ওয়ানডেতে নিজের মন মতো পারফর্ম করছিলেন না তিনি। ইংল্যান্ডের বিপক্ষে এই ইনিংস খেলার পরই জানালেন এমনটা।


আরো পড়ুন

ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ আর্চার

৪ ঘন্টা আগে
ইনজুরিতে আবারো মাঠের বাইরে জফরা আর্চার, ফাইল ফটো

ম্যাচ শেষে স্মিথ বলেন, 'গত ছয় বছরে সম্ভবত এবারই আমি খুব ভালো অনুভব করেছি। আমি খুব ভালো ছন্দে ছিলাম, খুব ভালো লাগছে। সত্যি বলতে গত ছয় বছরে এতো ভালো লাগেনি। ওই সময়ে কিছু রান করতে পেরে খুবই ভালো লেগেছে। আমরা সবসময় সঠিকভাবে সবকিছু করতে চাই, আমিও তেমনটাই করতে চেয়েছি।'


গত বছর থেকে নিজের ওয়ানডে ব্যাটিংয়ের টেকনিক নিয়ে নিরবে কাজ করে গিয়েছেন স্মিথ। সাম্প্রতিক পারফরম্যান্সে গত এক বছরের নিরলস পরিশ্রমের ফল পেয়েছেন বলেই বিশ্বাস তার।


স্মিথ আরও বলেন, 'বেশি কিছু বিষয় নিয়ে আমি কাজ করেছি। এটা ৬ থেকে ১২ মাসের প্রক্রিয়া ছিল। গত গ্রীষ্মে আমি সেটাই করতে চেয়েছি, যেভাবে আমি ২০১৫ সালে ব্যাটিং করতাম। ওই সময়ে আমি যেভাবে খেলতাম, পা এবং হাতের সমন্বয়টা ঠিক সেভাবেই খুঁজে পেয়েছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball