promotional_ad

'টি-টোয়েন্টিতে উইকেটের মতোই গুরুত্বপূর্ণ কিপটে বোলিং'

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ইংল্যান্ডের ‘স্পেশাল স্কিলস কনসালটেন্ট’ নিউজিল্যান্ডের সাউদি

১৫ মে ২৫
ইংল্যান্ডের স্পেশাল স্কিলস কনসালটেন্ট হিসেবে যোগ দিয়েছেন টিম সাউদি, ইসিবি

একজন বোলারের পারফরম্যান্স বিচারের সবচেয়ে বড় মানদন্ড উইকেট শিকারের সংখ্যা। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে ইকোনোমিও গুরুত্বপূর্ণ। টিম সাউদি মনে করেন, ভালো পারফরম্যান্স করতে উইকেট পেতে হয় না। কারণ উইকেট পেতে ভাগ্যেরও সহায়তা প্রয়োজন হয়। 


গতকাল ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিং করেছেন সাউদি। এই ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায়নি ভারত। এদিন ওপেনিংয়ে নেমে ব্যর্থ হয়েছেন ঋষভ পান্ত। তিনি আউট হয়েছেন মাত্র ৬ রান করে। আরেক ওপেনার ইশান কিশান ফিরেছেন ৩৬ রান করে। শ্রেয়াস আইয়ারও ব্যর্থ হয়েছেন তার ব্যাট থেকে এসেছে ১৩ রান।


promotional_ad

নিয়মিত উইকেট গেলেও একপ্রান্ত আগলে রেখে খেলেছেন সূর্যকুমার। তুকে নিয়েছেন সেঞ্চুরিও। সূর্যের এমন ঝড়ের দিনে বল হাতে আগুন ঝড়িয়েছেন সাউদি। ইনিংসের শেষ ওভারের তৃতীয় বলে হার্দিক লং অফে উড়িয়ে মারতে গিয়ে সাউদির বলে ক্যাচ দেন জিমি নিশামের হাতে।


আরো পড়ুন

নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট

২২ ঘন্টা আগে
নাইম শেখ ও এনামুল হক বিজয়, বিসিবি

পরের বলে হুদা ফ্লিক করতে গিয়ে ধরা পড়েছেন স্কয়ার লেগে সেই নিশামের হাতে। এরপর পঞ্চম বলে ওয়াশিংটন সুন্দর লং অনে নিশামের হাতে ক্যাচ দিলে টি-টোয়েন্টি ক্যারিয়ারে দ্বিতীয় হ্যাটট্রিকের দেখা পান সাউদি। 


সাউদি বলেন, 'আমি শেষ ওভারে যখন বোলিং করছিলাম সেখানে কিছুটা ভাগ্যবান ছিলাম। এটা সত্যিই ভালো লাগার। কখনও কখনও আপনি সত্যিই ভাল বোলিং করেন কিন্তু তার পুরস্কার পান না, তবে এখানে পেয়েছি। এটা খেলারই অংশ।'


এদিন চতুর্থ উইকেটে হার্দিককে নিয়ে ৮২ রানের জুটি গড়েন সূর্যকুমার। যদিও এই জুটিতে মাত্র ১৩ রান অবদান রেখেছেন হার্দিক। বাকি সব রানই এসেছে সূর্যকুমারের ব্যাট থেকে। তিনি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৫১ বলে ১১১ রানের ইনিংস খেলে। তার ইনিংস জুড়ে ৭ ছক্কার সঙ্গে ১১টি চার ছিল তার।


সাউদি বলেন, 'ভারত থেকে বেশ কিছু দুর্দান্ত টি-টোয়েন্টি খেলোয়াড় এসেছে। গত ১২ মাস ধরে সূর্যকুমার দারুণ সময় কাটিয়েছে এবং সে যা করতে চায় তার জন্য তাকে এভাবেই চালিয়ে যেতে হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball