promotional_ad

গাপটিল অবসর নেননি, মনে করিয়ে দিলেন উইলিয়ামসন

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

উইলিয়ামসনের ফ্যাব ফাইভে গিল-জয়সাওয়াল

১৮ এপ্রিল ২৫
অনুশীলনে কেন উইলিয়ামসন

নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়িয়েছেন মার্টিন গাপটিল। যদিও এখনও অবসর নেননি কিউই এই ওপেনার। আগামী তাকে দলে সুযোগ দিতে চান নিউজিল্যান্ড দলপতি কেন উইলিয়ামসন। তবে সেটা অবশ্যই বাস্তবতা মেনে নিয়ে।


বেশ কয়েকমাস আগে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছেড়েছিলেন বোল্ট। মূলত ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলার জন্যই এমনটা করেছিলেন তিনি। গাপটিলের কারণও ভিন্ন নয়। তিনিও বোল্টের মতোই অবসরে যাননি এবং জাতীয় দলে সুযোগ পেলে খেলবেন।


promotional_ad

নিউজিল্যান্ডের হয়ে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলেননি গাপটিল। তারপর ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজেও দলে জায়গা হয়নি তার। এ কারণেই বিকল্প পথ খুঁজেছেন তিনি। ভবিষ্যতে ৩৬ বছর বয়সী এই ওপেনারকে আবারও কিউই ডাগ-আউটে চান উইলিয়ামসন, কিন্তু সেটা বাস্তবতা মেনে নিয়েই।


আরো পড়ুন

বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচ খেলা গাপটিলের অবসর

৮ জানুয়ারি ২৫
প্রায় আড়াই বছর ধরে নিউজিল্যান্ড জাতীয় দলে নেই মার্টিন গাপটিল

তিনি বলেন, 'সে একটা সিদ্ধান্ত নিয়েছে, কেননা সে অন্যান্য সুযোগগুলো দেখে নিতে চায়। দলের খেলোয়াড় হিসেবে এবং অভিজ্ঞ একজন সদস্য হিসেবে সবসময়ই সে দলে খুবই গুরুত্ব বহন করে। সাদা বলের ক্রিকেটে সে অসাধারণ এক ক্রিকেটার। টি-টোয়েন্টি বিশ্বকাপে তার খেলার সুযোগ হয়নি।'


'তারপরও সে সব খেলোয়াড়কে যেভাবে পেরেছে সাহায্য করেছে। ড্রেসিংরুমে সে অসাধারণ এক ক্রিকেটার। অবশ্যই আমরা তাকে মিস করব। তবে সে অবসর নেয়নি। সে আগামীতেও পরিশ্রম করে যেতে পারে, বাস্তবতা বুঝে তার সঙ্গে হয়তো আবারও কাজ করা হবে।'


কিউইদের হয়ে ওয়ানডে ক্যারিয়ারে ৪১.৭৩ গড়ে সাত হাজার ৩৪৬ রান করেন গাপটিল। যেখানে সর্বোচ্চ রয়েছে ২৩৭ রানের ইনিংস। টি-টোয়েন্টিতে তিন হাজার ৫৩১ রান করেন তিনি। ২০১৬ সালের পর কিউইদের টেস্ট দলে সুযোগ পাননি এই ফরম্যাটে ৪৭টি ম্যাচ খেলা গাপটিল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball