জায়গা হয়নি করুনারত্নের, বিরতিতে রাজাপাকশে

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এক মাসের জন্য শ্রীলঙ্কার ব্যাটিং পরামর্শক ইংল্যান্ডের বুন
১৬ মে ২৫
আচরণবিধি ভেঙে এক বছর নিষিদ্ধ হয়েছেন চামিকা করুনারত্নে। ফলে তাকে ছাড়াই আফগানিস্তান সিরিজের ওয়ানডে দল ঘোষণা করেছেন নির্বাচকরা। তার বদলি হিসেবে শ্রীলঙ্কার স্কোয়াডে জায়গা পেয়েছেন ধনাঞ্জয়া লক্ষ্মণ।
শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে আলো ছড়িয়েই জাতীয় দলে ফিরেছেন এই পেস বোলিং অলরাউন্ডার। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে খেললেও পরবর্তীতে দল থেকে বাদ পড়ে যান তিনি। এবার পারফর্ম করেই দলে ফিরেছেন ধনাঞ্জয়া।

ওয়ানডে দলে থাকলেও বিরতি চেয়ে সরে দাঁড়িয়েছেন বাঁহাতি ব্যাটার ভানুকা রাজাপাকশে। শুক্রবার শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর মাত্র একদিন আগে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট।
দিল্লিতে ব্রুকের বদলি সেদিকউল্লাহ
৭ মে ২৫
মূলত দল নির্বাচনের পর ক্রীড়া মন্ত্রণালয়ের অনুমোদনের প্রয়োজন থাকায় দল ঘোষণায় দেরি হয়েছে। শ্রীলঙ্কার ওয়ানডে দলে ফিরেছেন কাসুন রাজিথা, আশেন বান্দারা ও লাহিরু কুমারা। যদিও চোটের কারণে দলে জায়গা পাননি পেসার দুশমান্থ চামিরা।
আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ২৫ নভেম্বর প্রথম ওয়ানডের পর সিরিজের বাকি দুই ওয়ানডে হবে ২৭ ও ৩০ নভেম্বর। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়।
শ্রীলঙ্কা স্কোয়াড-
দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, দীনেশ চান্দিমাল, কুসল মেন্ডিস, ওয়ানিন্ডু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, ধনাঞ্জয়া লক্ষ্মণ, কাসুন রাজিথা, মাহিশ থিকশানা, প্রমোদ মাদুশান, আসিথা ফার্নান্দো, আশেন বান্দারা ও লাহিরু কুমারা।