‘বাবা কমিশনার হওয়ায় স্লিপে ফিল্ডিং করতেন রমিজ রাজা’

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘প্রতিভাবান’ নাহিদের প্রশংসায় ওয়াহাব রিয়াজ
২৭ ফেব্রুয়ারি ২৫
বাবার পদমর্যাদার কারণে মাঠে সুবিধা নিতেন এবং বেশিরভাগ সময় স্লিপে দাঁড়াতেন রমিজ রাজা! ‘সুলতান: অ্যা মেমোয়ার’ শিরোনামের আত্মজীবনীতে এমন অভিযোগ তুলেছেন ওয়াসিম আকরাম। পাকিস্তানের সাবেক বাঁহাতি এই পেসার আরও জানান, ক্যাচ ধরার চেয়ে বেশি ছাড়তেন রমিজ।
১৯৮৫-৯৭ পর্যন্ত একই সঙ্গে পাকিস্তানের জার্সিতে খেলেছেন রমিজ এবং ওয়াসিম আকরাম। যেখানে তারা দুজন একসঙ্গে ১৮৭ ম্যাচ খেলেছেন। ১৯৯২ সালে পাকিস্তানের ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলের সদস্যও ছিলেন তারা দুজন। রমিজকে নিয়ে নিউজিল্যান্ডের এক টেস্টের উদাহরণ টেনেছেন ওয়াসিম আকরাম।

টেস্টের দিন সকালে স্লিপে দাঁড়িয়ে ফিল্ডিং করছিলেন রমিজ। দিনের প্রথম ওভারেই পেসার আসিফ ফরিদীর বলে জন রাইটের ক্যাচ ছেড়েছিলেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার। সেসময় রমিজ প্রচুর ক্যাচ ছেড়েছেন বলে দাবি করেছেন ওয়াসিম আকরাম।
‘দুবাইয়ের বাইরে খেললেও ভারত চ্যাম্পিয়ন হতো’, একই মত গাভাস্কার-আকরামদের
১২ মার্চ ২৫
এদিকে বেশিরভাগ সময় স্লিপে দাঁড়ানো রমিজ বাবার পদমর্যাদা ব্যবহার করতেন বলে জানান তিনি। সেসময় পুলিশ কমিশনার ছিলেন রমিজের বাবা। তাকে নিয়ে ওয়াসিম আকরাম নিজের আত্মজীবনীতে বলেন, ‘পরের দিন প্রথম ওভার বল করেন স্থানীয় পেসার আসিফ ফরিদি; নতুন বলে আমি আমার চতুর্থ ওভারে ছিলাম যখন নিউজিল্যান্ডের অধিনায়ক জন রাইট দ্বিতীয় স্লিপে রামিজকে ক্যাচ তুলেন।’
‘রমিজ স্লিপে ছিলেন পদমর্যাদার কারণে, কারণ তার বাবা একজন কমিশনার ছিলেন এবং তিনি আইতসিসন কলেজে পড়তেন। তিনি (রাজা) যতটা না ক্যাচ ধরছিলেন, তার চেয়ে বেশি ড্রপ করেছেন।’