বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের তালিকায় আর্শদীপ-অ্যালেন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপ না খেলার গুঞ্জন উড়িয়ে দিল ভারত
১৯ মে ২৫
২০২২ সালের বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এই তালিকায় জায়গা পেয়েছেন মোট চার জন তরুণ ক্রিকেটার।
ভারতের আর্শদিপ সিংয়ের সঙ্গে সংক্ষিপ্ত তালিকায় আছেন প্রোটিয়া পেসার মার্কো জানসেন। তাছাড়া এই তালিকায় জায়গা করে নিয়েছেন কিউই টপ অর্ডার ব্যাটার ফিন অ্যালেন এবং আফগানিস্তানের ইব্রাহিম জাদরান।

সাউথ আফ্রিকার পেস ইউনিটে নতুন মাত্রা যোগ করেছেন জানসেন। এই তরুণ তুর্কি সাদা পোশাকে অভিষেক থেকেই রঙ ছড়াচ্ছেন। চলতি বছর বল হাতে প্রায় ১৯ গড়ে ৩৬ উইকেট শিকার করেছেন তিনি। তাছাড়া ব্যাট হাতেও অবদান রেখেছেন তিনি। প্রায় ২৩ গড়ে টেস্টে এ বছর তার সংগ্রহ ২২৯ রান। সাদা বলের ক্রিকেটেও ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি। এ বছর ওয়ানডেতে ২ উইকেট এবং টি-টোয়েন্টিতে এক উইকেট শিকার করেছেন এই পেসার।
চলতি বছরটা দুর্দান্ত কাটিয়েছেন ইব্রাহিম। ওয়ানডেতে এ বছর প্রায় ৭২ গড়ে ৪৩১ রান সংগ্রহ করেছেন ইব্রাহিম। যেখানে তার স্ট্রাইকরেটও ছিল দুর্দান্ত। এ বছর ওয়ানডেতে প্রায় ৮৯ স্ট্রাইকরেটে ব্যাটিং করেছেন তিনি। তাছাড়া টি-টোয়েন্টিতে ৩৭ গড়ে ৩৬৭ রান করেছেন এই টপ অর্ডার ব্যাটার।
এ বছরটা স্বপ্নের মতো পার করেছেন ফিন অ্যালেন। অস্ট্রেলিয়া বিশ্বকাপে ছিলেন কিউইদের হয়ে সেরা রান সংগ্রাহক। জায়গা পেয়েছিলেন আইসিসির বিশ্বকাপে সেরা একাদশেও। ২০২২ সালে প্রায় ২২ গড়ে ৪১১ রান এসেছে তার ব্যাট থেকে। যেখানে তিনি ব্যাটিং করেছেন প্রায় ১৫৫ স্ট্রাইকরেটে। তাছাড়া ওয়ানডেতে প্রায় ৩৯ গড়ে ৩৮৭ রান করেছেন এই টপ অর্ডার ব্যাটার।
২০২২ সালে বল হাতে সেরা সময় পার করেছেন আর্শদিপ। বিশেষ করে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিনি। জাসপ্রিত বুমরাহর অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া বিশ্বকাপে ভারতের পেস ইউনিটে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। চলতি বছর টি-টোয়েন্টিতে প্রায় ১৮ গড়ে ৩৩ উইকেট শিকার করেছেন তিনি। যেখানে তার ইকোনোমি ছিল প্রায় ৮।