৭২৩ দিন পর উইলিয়ামসনের সেঞ্চুরি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট
২১ ঘন্টা আগে
দীর্ঘ দিন ধরে সেঞ্চুরির দেখা পাচ্ছিলেন না কেইন উইলিয়ামসন। অবশেষে করাচিতে মিলেছে সেই অধরা সেঞ্চুরি দেখা। আর তাতে ৭২৩ দিন পর তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়ে দেখলেন এই কিউই ব্যাটার। তার ১০৫ রানের অপরাজিত ইনিংসে ভর করে তৃতীয় দিন শেষে ৬ উইকেট হারিয়ে ৪৪০ রান তুলেছে নিউজিল্যান্ড। আর তাতে প্রথম ইনিংসে ২ রানের লিড পেয়েছে সফরকারীরা।
দ্বিতীয় দিনে বিনা উইকেটে ১৬৫ রান তুলে দিনের খেলা শেষ করেছিল নিউজিল্যান্ড। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার আজ আবারও ব্যাটিং করতে নামেন। এদিন সকালে সেঞ্চুরি তুলে নেয়ার সুযোগ হাতছাড়া করেছেন ডেভন কনওয়ে। নার্ভাস নাইন্টিনে কাটা পড়েছেন তিনি। ৯২ রান করা এই ওপেনারকে সাজঘরে ফিরিয়েছেন স্পিনার নোমান আলী।

কনওয়ে সেঞ্চুরি হাতছাড়া করলেও তিন অঙ্ক স্পর্শ করেছেন আরেক ওপেনার টম লাথাম। তার ব্যাট থেকে এসেছে ১১৩ রান। লাথামকে সাজঘরে ফিরিয়েছেন স্পিনার আবরার আহমেদ। এর আগে অবশ্য কিউইদের শক্ত ভিত গড়ে দেন এই ওপেনার।
আর তিনে নেমে এদিন দুর্দান্ত ব্যাটিং করেছেন উইলিয়ামসন। উইকেটে এসেই লাথামের সঙ্গে ৪৮ রানের জুটি গড়েন। এরপর হেনরি নিকোলসের সঙ্গে ৪১ এবং ড্যারিল মিচেলের সঙ্গে ৬৫ রানের জুটিতে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়ক।
মিডল অর্ডারের ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারলেও এক প্রান্তে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন উইলিয়ামসন। পঞ্চম উইকেটে টম ব্লান্ডেলকে সঙ্গে নিয়েও ৯০ রানের জুটি গড়েন তিনি। এরপর ৪৭ রান করা ব্লান্ডেল মোহাম্মদ ওয়াসিমের বলে সাজঘরে ফিরলে ভাঙ্গে সেই জুটিও।
১২৯তম ওভারে ওয়াসিমকেই মিড অফে ঠেলে সিঙ্গেল নিয়ে টেস্ট ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরির দেখা পান উইলিয়ামসন। আজকের আগে কেইন উইলিয়ামসন শেষ কবে সেঞ্চুরি করেছিলেন, তা মনে করতে হলে ফিরে যেতে হবে ১ বছর ১১ মাস ২৪ দিন আগে। ক্রাইস্টচার্চে এই পাকিস্তানের বিপক্ষেই গত বছর ৪ জানুয়ারিতে ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন এই কিউই ব্যাটার।
তবে তার আজকের সেঞ্চুরিতে ভাগ্যেরও বড় একটা ভূমিকা ছিল। ব্যাক্তিগত ১৫ ও ২১ রানে আউট হতে পারতেন তিনি। নোমানের স্পিনে তাকে দুবারই স্টাম্পড করার সুযোগ নষ্ট করেন উইকেটকিপার সরফরাজ আহমেদ। তাঁর আগে ব্যক্তিগত ১৩ রানে এলবিডব্লিউ হওয়া থেকেও বেঁচে যান উইলিয়ামসন। দিনশেষে তিনি অপরাজিত আছেন ১০৫ রান নিয়ে।