promotional_ad

পাকিস্তান ও ভারত সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিলেন মিলনে

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

হাঁটুর চোটে পিএসএল শেষ মিলনের

২৭ এপ্রিল ২৫
করাচির অনুশীলনে অ্যাডাম মিলনে, পিএসএল

১৬ দিনের ব্যবধানে পাকিস্তান ও ভারতের সঙ্গে ৬টি ওয়ানডে খেলবে নিউজিল্যান্ড। এত কম সময়ের মাঝে দুটি দেশে গিয়ে ছয়টি ওয়ানডে খেলাকে ঝুঁকিপূর্ণ মনে করছেন অ্যাডাম মিলনে। যে কারণ পাকিস্তান ও ভারত সফর থেকে নিজেকে সরিয়ে নিলেন ডানহাতি এই পেসার।


২০২২ সালের নভেম্বরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন মিলনে। যে কারণে ফোর্ড ট্রফির দুটি ম্যাচে খেলা হয়নি তার। ডিসেম্বরে হওয়া নিউজিল্যান্ডের ৫০ ওভারের ঘরোয়া টুর্নামেন্টেও খেলতে পারেননি ওয়েলিংটনের এই পেসার।


promotional_ad

যদিও ওয়েলিংটনের হয়ে সুপার স্ম্যাশের প্রথম দুটি ম্যাচ খেলেছেন মিলনে। টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলা শুরু করলেও পাকিস্তান ও ভারত সফরে ওয়ানডে সিরিজ খেলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। ডানহাতি এই পেসার মনে করেন, ১৬ দিনে দুটি দেশে গিয়ে ৬টি ওয়ানডে খেলার মতো প্রস্তত নন তিনি।


মিলনের সঙ্গে আলোচনা শেষে এমনটাই জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। এ ছাড়া ৩০ বছর বয়সি এই পেসারের সততার প্রশংসা করেছেন নির্বাচক গাভিন লারসেন। এদিকে মিলনের বদলি হিসেবে পাকিস্তানে সফরে ওয়ানডে দলে যুক্ত করা হয়েছে ব্লেয়ার টিকনারকে।


বর্তমানে টেস্ট দলের সঙ্গে পাকিস্তানেই রয়েছেন এই পেসার। আগামী ৯, ১১ এবং ১৩ জানুয়ারি পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এরপর ভারতের মাটিতে গিয়ে ২৭, ২৯ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি ওয়ানডে সিরিজ খেলতে কিউইরা।


পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম লাথাম, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ব্লেয়ার টিকনার, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, হেনরি শিপলি, ইশ সোধি এবং টিম সাউদি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball