৪ স্পিনার নিয়ে ভারত সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ ম্যাচ জিতে প্রায় ৯ কোটি টাকা পেল বাংলাদেশ
১৫ মে ২৫
২০০৪ সালের পর ভারতের মাটিতে কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি অস্ট্রেলিয়া। এবার সেই অপূর্ণতা ঘুচানোর বড় সুযোগ দেখছেন প্যাট কামিন্স। ভারতে অস্ট্রেলিয়ার বড় প্রতিপক্ষ হতে পারেন অক্ষর প্যাটেল-রবিচন্দ্রন অশ্বিনের। স্বাগতিকদের সঙ্গে টক্কর দিতে ৪ স্পিনার নিয়ে ভারত সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া।
ভারত সফরের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যেখানে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন টড মার্ফি। ভিক্টোরিয়ার এই স্পিনারের সঙ্গে বাকিরা হলেন নাথান লায়ন, মিচেল সোয়েপসন এবং অ্যাস্টন অ্যাগার। গুঞ্জন থাকলেও স্কোয়াডে নেই লেগ স্পিনার অ্যাডাম জাম্পা।

প্রথম শ্রেণির ক্রিকেট এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলেছেন মার্ফি। ভিক্টোরিয়ার এই অফ স্পিনার নিয়েছেন ২৯ উইকেট। শেফিল্ড শিল্ডের সবশেষ রাউন্ডে ৭ উইকেট নিয়েছেন ২২ বছর বয়সি তরুণ এই স্পিনার। উপমহাদেশে খেলার অভিজ্ঞতা থাকায় সোয়েপসনকে দলে নেয়ার কথা জানিয়েছেন প্রধান নির্বাচক জর্জ বেইলি।
স্কোয়াডে থাকলেও ভারতের বিপক্ষে নাগপুর টেস্টে খেলা হচ্ছে না মিচেল স্টার্কের। চোট কাটিয়ে দ্বিতীয় টেস্ট দিয়ে ফেরার কথা রয়েছে তার। অভিষেক না হলেও ভারত সফরের দলে টিকে গেছেন ল্যান্স মরিস। পেসার হিসেবে অধিনায়ক কামিন্সের সঙ্গে রয়েছেন জস হেজেলউড ও স্কট বোল্যান্ড।
মার্কাস হ্যারিস জায়গা না পেলেও ব্যাক আপ ব্যাটার হিসেবে স্কোয়াডে রাখা হয়েছে ম্যাট রেনশ ও পিটার হ্যান্ডসকমকে। তবে অ্যালেক্স ক্যারির বিকল্প হিসেবে কোন উইকেটকিপার দলে রাখা হয়নি। যদিও ক্যারি চোটে পড়লে হ্যান্ডসকমের কিপিং করার সম্ভাবনা রয়েছে।
৯ ফেব্রুয়ারি নাগপুরে মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। ১৭ ফেব্রুয়ারি দিল্লিতে হবে বোর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় ম্যাচ। বাকি দুই টেস্ট অনুষ্ঠিত হবে ১ ও ৯ মার্চ। ম্যাচ দুটি হবে ধর্মশালা এবং আহমেদাবাদে।
অস্ট্রেলিয়া দল: প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাওয়াজা, মার্নাস ল্যাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, নাথান লায়ন, জস হেজেলউড, স্কট বোল্যান্ড, অ্যাস্টন অ্যাগার, ল্যান্স মরিস, মিচেল সোয়েপসন, ম্যাট রেনশ, পিটার হ্যান্ডসকম এবং টড মার্ফি।