promotional_ad

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেবেন স্যান্টনার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইপিএলে নাও ফিরতে পারেন স্টার্ক-বোল্টরা

১১ মে ২৫
মিচেল স্টার্ক ও ট্রেন্ট বোল্ট, আইপিএল

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না কেন উইলিয়ামসন। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে বেশ কয়েকবার দলকে নেতৃত্ব দেয়া টিম সাউদিও যাচ্ছেন না ভারতে। তাই এই সিরিজে কিউইদের অধিনায়কত্ব করবেন মিচেল স্যান্টনার।


এর আগেও বেশ কয়েকবার নিউ জিল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে স্যান্টনারের। তবে সত্যিকার অর্থে বড় চ্যালেঞ্জটা তিনি পেলেন এবার। ভারত সফরে পুরো টি-টোয়েন্টি সিরিজেই দেশকে নেতৃত্ব দেবেন এই অলরাউন্ডার।


promotional_ad

৮০ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১০টিতে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে স্যান্টনারের। তবে গোটা সিরিজ নেতৃত্ব দিয়েছেন আগে নেদারল্যান্ডস, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে। নেতৃত্বের স্বাদ পেয়েছেন তিনি ওয়েস্ট ইন্ডিজ, ভারত, পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতেও। তবে সেসব ছিল মূল অধিনায়কের চোট কিংবা বিশ্রামের কারণে স্রেফ একটি করে ম্যাচে। বড় দলের বিপক্ষ পুরো সিরিজে নেতৃত্ব পেলেন তিনি এবারই প্রথমবার। 


আরো পড়ুন

নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট

২১ ঘন্টা আগে
নাইম শেখ ও এনামুল হক বিজয়, বিসিবি

চোটের কারণে চার পেসার কাইল জেমিসন, ম্যাট হেনরি, অ্যাডাম মিল্ন ও বেন সিয়ার্স এই সিরিজে খেলতে পারছেন না। তাদের অনুপস্থিতি দুয়ার খুলে দিয়েছে নতুনদের জন্য। প্রথমবার সুযোগ পেয়েছেন বেন লিস্টার। ২৭ বছর বয়সী বাঁহাতি পেসার গত মৌসুমে অকল্যান্ডের বর্ষসেরা বোলারের স্বীকৃতি জিতে নেন।


এদিকে ভারত সফরে ওয়ানডে সিরিজেও থাকবেন না উইলিয়ামসন-সাউদিরা। সেই সিরিজে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। ওয়ানডে সিরিজের দল ঘোষণা করা হয়েছে আগেই। টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি হবে ২৭, ২৯ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১৮, ২১ ও ২৪ জানুয়ারি।


নিউ জিল্যান্ড দল:  মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, বেন ক্লিভার, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, বেন লিস্টার, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মাইকেল রিপন, হেনরি শিপলি, ইশ সোধি, ব্লেয়ার টিকনার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball