কিশানকে ছাড়িয়ে সর্বকনিষ্ঠ ডাবল সেঞ্চুরিয়ান গিল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ম্যাচ শেষ করার তৃপ্তি পেয়ে খুশি ওপেনার সুদর্শন
১৯ মে ২৫
লোকি ফার্গুসনের বলে টানা তিন ছক্কা মেরে ব্যাট উঁচিয়ে ধরলেন শুভমান গিল। হেলমেট খুলে, খানিকটা লাফিয়ে উঠে ওয়ানডেতে প্রথমবার ডাবল সেঞ্চুরি করার উদযাপনের কমতি রাখলেন না ভারতের এই ওপেনার। সতীর্থ ইশান কিশানকে ছাড়িয়ে এদিন সর্বকনিষ্ঠ ডাবল সেঞ্চুরিয়ান হিসেবে নিজের নাম লিখিয়েছেন গিল।
ম্যাচের দুই ওভার বাকি থাকার সময় ১৮২ রানে অপরাজিত ডানহাতি এই ওপেনার। ওভারে প্রথম বলে ফার্গুসনের করা লেগ সাইডের বলে ফাইন লেগ দিয়ে উড়িয়ে ছক্কা মারেন তরুণ এই ব্যাটার। পরের দুুটি ডেলিভারিই ফুল লেংথে করেছেন নিউজিল্যান্ডের এই পেসার। সুযোগ পেয়ে সেটা লুুফে নিতে ভুলেননি।

সেই দুই বলে টানা ছক্কা মেরে ১৪৫ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন। তাতেই কিশানকে ছাড়িয়ে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি তুলে নেন গিল। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ডাবল সেঞ্চুরি করার সময় গিলের বয়স ২৩ বছর ১৩২ দিন। বাংলাদেশের বিপক্ষে কিশান ডাবল সেঞ্চুরি করেছিলেন ২৪ বছর ১৪৫ দিন বয়সে।
এশিয়া কাপ না খেলার গুঞ্জন উড়িয়ে দিল ভারত
১৯ মে ২৫
এদিকে ওয়ানডেতে অষ্টম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি পেয়েছেন গিল। যদিও ৫০ ওভারের ক্রিকেটে এটি দশম ডাবল সেঞ্চুরি। এর আগে ডাবল সেঞ্চুরি করেছেন রোহিত শর্মা, মার্টিন গাপটিল, কিশান, বীরেন্দ্রর শেবাগ, ক্রিস গেইল, ফখর জামান এবং শচিন টেন্ডুলকার।
এদিনে ভারতের দ্রুততম ব্যাটার হিসেবে ওয়ানডে ১ হাজার পূর্ণ করেছেন গিল। ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে ১৯ ইনিংস সময় লেগেছে ডানহাতি এই ওপেনারের। ছাড়িয়ে গেছেন শিখর ধাওয়ান ও বিরাট কোহলিকে। তারা দুজনে ১ হাজার রান ছুঁয়েছিলেন ২৪ ইনিংসে।