promotional_ad

ব্যাটারদের ঘুরে দাঁড়ানোর তাগিদ দিলেন কামিন্স

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইপিএলে খেলতে ভারতে ফিরছেন কামিন্স-হেড

১৩ মে ২৫
ট্রাভিস হেড ও প্যাট কামিন্স, আইপিএল

ভারত সফরে এসে স্বাগতিকদের স্পিন আক্রমণের সামনে অস্ট্রেলিয়া মুখ থুবড়ে পড়বে- এমনটা অনুমেয়ই ছিল। এর ব্যতিক্রম কিছু করতেও পারেনি অস্ট্রেলিয়ার ব্যাটাররা। ফলে নাগপুর টেস্টে সফরকারীদের হারতে হয়েছে ইনিংস ও ১৩২ রানের বিশাল ব্যবধানে। এমন পারফরম্যান্সের পর যারপরনাই হতাশ প্যাট কামিন্স। বাকি ম্যাচগুলোতে অজি অধিনায়ক ব্যাটারদের দায়িত্ব নিয়ে খেলার পরামর্শ দিলেন।


প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৬৩.৫ ওভারে ১৭৭ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। মারনাস ল্যাবুশেন ৪৯, স্টিভ স্মিথ ৩৭ এবং অ্যালেক্স ক্যারি ৩৬ এবং পিটার হ্যান্ডসকম্ব করেন ৩১ রান। ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা পাঁচটি এবং রবিচন্দ্রন অশ্বিন তিনটি উইকেট নেন।


জবাবে রোহিত শর্মার সেঞ্চুরিতে ৪০০ রান করে ভারত। একই উইকেটে হাফ সেঞ্চুরি পেয়েছেন জাদেজা এবং অক্ষর প্যাটেলও। পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে এবার মাত্র ৯১ রানে অলআউট হয় অজিরা।


promotional_ad

উল্লেখ করার মতো রান করেননি কেউই। ভারতের হয়ে পাঁচটি উইকেট নেন অশ্বিন। দুটি করে উইকেট নেন মোহাম্মদ শামি এবং জাদেজা। দলের ব্যাটারদের মধ্যে যারা রান করছেন তাদের থিতু হওয়ার পরামর্শ দিয়েছেন কামিন্স।


আরো পড়ুন

টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ ম্যাচ জিতে প্রায় ৯ কোটি টাকা পেল বাংলাদেশ

১৫ মে ২৫
বাংলাদেশ দল, ফাইল ফটো

ম্যাচ শেষে তিনি বলেন, 'অবশ্যই এখানে শুরু করা বেশ কঠিন, তবে প্রথম ইনিংসে আমাদের তিন-চার জনকে বেশ স্বচ্ছন্দ দেখাচ্ছিল। যারা থিতু হয়ে যাবে, তাদের বড় রান করতে হবে। আর অন্যদের নিজেদের ফিরে পাওয়ার উপায় খুঁজে বের করতে হবে।'


যে উইকেটে অজিরা ১৭৭ এবং ৯১ রানে অলআউট হয়েছে, সেই একই উইকেটে ভারত করেছে ৪০০ রান। নাগপুর টেস্টে খারাপ করায় তাই ব্যাটারদেরই দুষছেন অজি দলপতি।


তিনি বলেন, 'আমার মনে হয়, প্রথম ইনিংসে বল ঘুরলেও উইকেট আনপ্লেয়েবল ছিল না। আমাদের আরও ১০০ বা এর বেশি রান করা উচিত ছিল। তাহলে (ভারতের ওপর) আরও একটু চাপ তৈরি করা যেত।'


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball