promotional_ad

ইংল্যান্ড সিরিজে বাংলাদেশের ওয়ানডে দলে হৃদয়

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মাশরাফি বিন মুর্তজার কাছে স্বাধীনতা পেয়ে পুরো বিপিএলে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তৌহিদ হৃদয়। দারুণ সব শট আর ধারাবাহিকতায় নাজমুল হোসেন শান্তর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সিলেট স্ট্রাইকার্সকে টেনেছেন তরুণ এই ব্যাটার। বিপিএলে ব্যাট হাতে মুগ্ধতা ছড়িয়ে প্রথমবার বাংলাদেশের ওয়ানডে দলে ডাক পেলেন হৃদয়।


ইংল্যান্ড সিরিজের জন্য প্রথম দুই ওয়ানডে দলের জন্য স্কোয়াডে রাখা হয়েছে ডানহাতি এই ব্যাটারকে। চোট কাটিয়ে এক সিরিজ পরই দলে ফিরেছেন তামিম ইকবাল। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের সঙ্গী ৫০ ওভারে ক্রিকেটের দলে ফিরেছেন স্পিনার তাইজুল ইসলাম।

শান্ত-জাকির হাসানদের সঙ্গে সিলেটের তারুণ্য নির্ভর টপ অর্ডারে জায়গা পেয়েছিলেন হৃদয়। প্রথম ম্যাচে ব্যাটিং করতে না পারা এই ব্যাটার পরের তিন ম্যাচেই করেছেন হাফ সেঞ্চুরি। চোটের কারণে মাঝে অবশ্য বেশ কয়েকটি ম্যাচ খেলা হয়নি তার। পুরো বিপিএলে ১৩ ম্যাচে ৪০৩ রান করেছেন হৃদয়।


promotional_ad

১৪০.?? স্ট্রাইক রেটে ব্যাটিং করা এই ব্যাটার হাফ সেঞ্চুরি পেয়েছেন পাঁচটি। বিপিএলের এবারের আসরে তার চেয়ে বেশি রান আছে কেবল শান্ত ও রনি তালুকদারের। হৃদয়ের জায়গা পাওয়ার সিরিজে জায়গা হারিয়েছেন ৫ ক্রিকেটার। ভারত সিরিজের দল থেকে বাদ পড়েছেন ইয়াসির আলী রাব্বি, এনামুল হক বিজয়, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলাম।


তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে আসছে ইংল্যান্ড। ২০১৬ সালের পর এবারই প্রথম বাংলাদেশে আসছেন জস বাটলাররা। ১ মার্চ মিরপুরে হবে সিরিজের প্রথম ওয়ানডে।


একই মাঠে পরের ম্যাচটি হবে ৩ মার্চ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ৬ মার্চ, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। একই ভেন্যুতে ৯ মার্চ হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ১২ ও ১৪ মার্চ মিরপুরে হবে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি।


বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, তাইজুল ইসলাম এবং তৌহিদ হৃদয়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball