promotional_ad

হাথুরুসিংহের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট উপকৃত হবে: হেরাথ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


রাসেল ডমিঙ্গো চলে যাওয়ার পর দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। স্বদেশি হওয়ায় হাথুরুসিংহকে নিয়ে বেশ রোমাঞ্চিত এবং নির্ভার রঙ্গনা হেরাথ। সাকিব আল হাসানদের স্পিন বোলিং কোচের দায়িত্বে থাকা হেরাথ মনে করেন, হাথুরুসিংহের মাধ্যমের উপকৃত হবে বাংলাদেশের ক্রিকেট।


প্রথম ধাপে বাংলাদেশের হয়ে কাজ করার সময় দারুণ সাফল্য পেয়েছিলেন হাথুরুসিংহে। তার অধীনে ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছিল বাংলাদেশ। ২০১৭ সালে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালেও উঠেছিল টাইগাররা। শুধু বিশ্বকাপ মঞ্চে নয়, দ্বিপাক্ষিক সিরিজেও সাফল্য পেয়েছেন হাথুরুসিংহে।


promotional_ad

লঙ্কান এই কোচের অধীনে ভারত, পাকিস্তান এবং সাউথ আফ্রিকাকে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হারায় বাংলাদেশ। টেস্টে সাকিবরা হারিয়েছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো দেশকে। সাবেক এই লঙ্কান কোচের অধীনে বাংলাদেশ নিজেদের সেরা সময় পার করেছে।


দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিতে সোমবার রাতে ঢাকায় আসছেন হাথুরুসিংহে। ইংল্যান্ড সিরিজ দিয়ে নিজের কাজ শুরু করবেন তিনি। হাথুরুসিংহের ফেরা নিয়ে হেরাথ বলেন, ‘চন্ডিকার ক্ষেত্রে ব্যাপারটি হলো, সে আগেও বাংলাদেশে কাজ করেছে। ওই সময় ভালো করেছে। তার সঙ্গে খেলার অভিজ্ঞতা আছে আমার। পরে তার কোচিংয়েও খেলেছি আমি। এদিক থেকে তার ব্যাপারে আমার মূল্যায়ন ইতিবাচক। তার ওপর আমার বিশ্বাস আছে। আমি নিশ্চিত, তাকে পেয়ে বাংলাদেশ ক্রিকেট উপকৃত হবে।’


ইংল্যান্ড সিরিজের জন্য প্রথম দুই ওয়ানডের স্কোয়াডে জায়গা পেয়েছেন তাইজুল ইসলাম। ভারত সিরিজে নাসুম আহমেদ খেললেও স্পিন বোলিং কোচের পরামর্শে তাইজুলকে দলে নেন নির্বাচকরা। দুদিন আগে এমন তথ্য দিয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।


তাইজুলকে দলে নেয়ার ব্যাখ্যা দিয়েছেন হেরাথ। তিনি বলেন, ‘আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজে সে দারুণ করেছিল। ওয়েস্ট ইন্ডিজে শেষ যে ম্যাচটা খেলেছিল সেখানে সে ৫ উইকেট নিয়েছিল। আসলে আমার মনে হয় তাইজুল এমন একজন যে কিনা ওয়ানডেতেও ভালো করতে পারে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball