promotional_ad

ব্রুকের মাঝে সুপারস্টারের ছায়া দেখছেন স্টোকস

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘বাজবল’ এর হারানো গৌরব ফেরাতে চান ম্যাককালাম

২২ ঘন্টা আগে
ইংল্যান্ডের প্রধান কোচ ব্র্যান্ডন ম্যাককালাম

ইংল্যান্ডের তরুণ ক্রিকেটারদের মধ্যে অন্যতম হ্যারি ব্রুক। বেশ কয়েকটি সিরিজ ধরেই ইংল্যান্ডের হয়ে ধারাবাহিকভাবে পারফর্ম করছেন ডানহাতি এই ব্যাটার।


মাত্র ২৩ বছর বয়সী এই ক্রিকেটার নিউজিল্যান্ডের বিপক্ষে গোলাপি বলের টেস্টের প্রথম ইনিংসে ৮১ বলে ৮৯ রানের ইনিংস খেলেছেন। দ্বিতীয় ইনিংসেও তার ব্যাট হেসেছে।


এই ইনিংসে ব্রুকের ব্যাট থেকে আসে ৪১ বলে ৫৪ রানের ইনিংস। পুরো টেস্ট জুড়েই তিনি ওয়ানডে গতিতে ব্যাটিং করেছেন। এর প্রমাণ তার স্ট্রাইক রেট (৯৬.৮৮)।


promotional_ad

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে জয়ের পর ব্রুককে প্রশংসায় ভাসিয়েছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। তিনি মনে করেন ব্রুক পরবর্তী বৈশ্বিক সুপারস্টার হতে চলেছেন। 


স্টোকস বলেন, 'ব্রুকি পাকিস্তানে দারুণ সিরিজ কাটানোর পর সে তার ফর্ম ধরে রেখেছে। সে দারুণ প্রতিভাবান। আমার মনে হয় সে গ্লোবাল সুপারস্টার হয়ে উঠবে।'


তরুণ ক্রিকেটারদের সাহায্য করার জন্য অভিজ্ঞ ক্রিকেটারদের কৃতিত্ব দিয়েছে স্টোকস। তিনি বলেন, 'সিনিয়র ক্রিকেটারদের কৃতিত্ব দিতে হবে তরুণদের সামনে আসার ও বিকশিত হওয়ার সুযোগ করে দিয়েছে তারা।'


স্টোকসের অধীনে ১১ টেস্ট খেলে ১০টিতেই জয় পেয়েছে ইংল্যান্ড। এমন পারফরম্যান্সের পর সব কৃতিত্ব নিজের করে নিচ্ছেন না ইংলিশ দলপতি। তিনি সবার মাঝে কৃতিত্ব ভাগাভাগি করে নিতে চান।


স্টোকস বলেন, 'আমাদের শুধু অসাধারণ বোলিং আক্রমণই নেই, আমাদের দক্ষ এবং সাহসী ব্যাটিং লাইনআপও রয়েছে। দলকে যতটা সম্ভব নেতৃত্ব দিয়েছি তাদের (দলকে) অবশ্যই কৃতিত্ব দিতে হবে। এমনকি অধিনায়ক হিসেবে আমি যে রেকর্ড গড়েছি সেটার কৃতিত্বও আমার থেকে তাদের বেশি দিতে হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball