promotional_ad

ম্যাককালাম নয়, বাবার রেকর্ডে চোখ ব্রুকের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘বাজবল’ এর হারানো গৌরব ফেরাতে চান ম্যাককালাম

২১ ঘন্টা আগে
ইংল্যান্ডের প্রধান কোচ ব্র্যান্ডন ম্যাককালাম

মাত্র এক বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারেই তারকা খ্যাতি পেয়েছেন হ্যারি ব্রুক। অনেকেই তাকে ইংল্যান্ডের পরবর্তী সুপারস্টার হিসেবেও ধরছেন। গত বছরের জানুয়ারিতে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয়েছিল ব্রুকের। এরপর সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক হতেও বেশ সময় লাগেনি।


সেপ্টেম্বরে পেয়ে যান বহুল মর্যাদা টেস্ট ক্যাপও। ব্যাট হাতে দারুণ ধারাবাহিকতার জন্য ইংল্যান্ডের টেস্ট দলের নিয়মিত সদস্য হয়ে উঠেছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি টেস্ট সিরিজেও ব্যাট হাতে জ্বলে উঠেছেন ব্রুক। কিউইদের বিপক্ষে ইংল্যান্ডের প্রথম টেস্ট জয়ের নায়কও তিনি।


প্রথম ইনিংসে ৮১ বলে ৮৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৪১ বলে ৫৪ রান করে ইংল্যান্ডের সংগ্রহ সাড়ে ৩০০ পার করতে বড় ভূমিকা রেখেছিলেন। দ্বিতীয় টেস্টেও হেসেছে ব্রুকের ব্যাট। বৃষ্টি বাধা না দিলে প্রথম দিনেই ডাবল সেঞ্চুরি তুলে নিতে পারতেন তিনি।


promotional_ad

প্রথম দিন শেষে ব্রুক অপরাজিত আছেন ১৬৯ বলে ১৮৪ রানে। তার ইনিংসে চার ছক্কার ফুলঝুরি দেখলেই বোঝা যাবে কতটা মারমুখী ছিলেন ব্রুক। ৫টি ছক্কা ও ২৪টি চার মেরেছেন এই ডানহাতি ব্যাটার। দিনের খেলা শেষে নিজের লক্ষ্যে বলেছেন ব্রুক। জানিয়েছেন ভাঙতে চান বাবার রেকর্ড।


আরো পড়ুন

দিল্লিতে ব্রুকের বদলি সেদিকউল্লাহ

৭ মে ২৫
সেদিকউল্লাহ অটল ও হ্যারি ব্রুক

ওয়েলিংটনের মাঠেই টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ৩০২ রানের ইনিংস খেলেছিলেন ইংল্যান্ডের বর্তমান প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম। এই মাঠেও এটাই কোনো ব্যাটারের সর্বোচ্চ রানের ইনিংস। যদিও ব্রুক জানিয়েছেন ম্যাককালামের রেকর্ডে চোখ নেই তার। ক্লাব ক্রিকেটে ব্রুকের বাবা ডেভিডের সর্বোচ্চ ইনিংসটি ছিল ২১০ রানের। এটাই ভাঙতে চান তিনি।


ব্রুক বলেন, 'না, আমি এটা (ম্যাককালামের রেকর্ড) নিয়ে চিন্তা করছি না। আমার বাবা বার্লির হয়ে ২১০ রানের ইনিংস খেলেছিলেন এবং আমার সর্বোচ্চ স্কোর ১৯৪ রানের। এটাই আমার মনের ভেতরে ঘুরছিল। কিন্তু আমাকে কালকে প্রথম বল মোকাবেলা করতে হবে। এটাই মূল চিন্তা।'


১০০.৮৮ গড়ে ৯ ইনিংসেই ব্রুকের ব্যাট থেকে এসেছে এখনও পর্যন্ত ৮০৭ রান। ক্যারিয়ারের প্রথম ৯ ইনিংসে ব্রুকের চেয়ে বেশি রান করতে পারেননি আর কোনো ক্রিকেটার। ব্রুক জানিয়েছেন নিজের গড় নিয়ে ভাবছেন না তিনি। যদিও ধারাবাহিকভাবে পারফর্ম করে যেতে চান এই ব্যাটার।


ব্রুকের ভাষ্য, 'এই মুহূর্তে ভালো সময় যাচ্ছে। কিন্তু একটি জিনিস হলো আমি কঠোর পরিশ্রম করেছি গত কয়েক বছর যতটা সম্ভব ধারাবাহিকভাবে পারফর্ম করতে। সামনে খারাপ সময়ও আসতে পারে ফলে এই মুহূর্তটা উপভোগ করতে হবে এবং যতটা সম্ভব পারফর্ম করতে হবে।'


'আমি নিশ্চিত গড়টা পড়ে যাবে দ্রুতই। আমি যেটা বললাম আমি শুধু চেষ্টা করছি মুহূর্তটা উপভোগ করতে এবং সময়ের সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করছি। গত কয়েক মাস ভালো সময় কাটছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball