কামিন্সকে নেতৃত্ব ছেড়ে বোলিংয়ে মনোযোগী হতে বললেন হিলি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০৩২ অলিম্পিকের পর ভেঙে ফেলা হবে গ্যাবা স্টেডিয়াম
২৫ মার্চ ২৫
২০২১-২২ অ্যাশেজের আগে হুট করেই অস্ট্রেলিয়া দলের অধিনায়কত্ব পান প্যাট কামিন্স। গত বছর অ্যারন ফিঞ্চ অবসর নেয়ার পর ওয়ানডে দলের নেতৃত্ব কাঁধে নিতে হয় তাকে। যদিও কামিন্স এই নেতৃত্বের চাপ সামলাতে পারছেন না বলে মনে করেন ইয়ান হিলি।
তাকে নেতৃত্ব ছেড়ে দেয়ারও পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার। এদিকে ভারতের বিপক্ষে ৪ ম্যাচ টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে সমালোচনায় পড়তে হয়েছে কামিন্সকে। এরই মধ্যে অসুস্থ মায়ের পাশে থাকতে সিরিজের তৃতীয় টেস্টে খেলা হচ্ছে না নিয়মিত অধিনায়কের।
সম্প্রতি এক রেডিওতে কামিন্সের ব্যাপারে হিলি বলেন, 'আমি চাই না, সে লম্বা সময় ধরে অধিনায়কত্বের ভার বয়ে বেড়াক। স্রেফ একজন বোলার হিসেবে ক্যারিয়ার শেষ করুক, এটাই আমার চাওয়া। অধিনায়কত্ব নিঃশেষ করে দেয়, আর অধিনায়ক হিসেবে চার-পাঁচ বছর দীর্ঘ সময়।'

অধিনায়ক হিসেবে শুরুটা ভালোই করেছিলেন কামিন্স। সর্বশেষ অ্যাশেজে ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারিয়ে শুরু। এরপর ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকার বিপক্ষেও সিরিজ জিতে নিয়েছিল কামিন্সের দল। যদিও শ্রীলঙ্কায় গিয়ে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করতে হয়।
আইপিএলে খেলতে ভারতে ফিরছেন কামিন্স-হেড
১৩ মে ২৫
সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে আত্মবিশ্বাস নিয়ে ভারতের পা রেখেছিল অস্ট্রেলিয়া। তবে ভারতের স্পিন উইকেটে দুই টেস্টেই তিনদিনের বেশি লড়াই করতে পারেনি সফরকারীরা। বল হাতে বলার মতো অবদান রাখতে পারেননি কামিন্স নিজেও। এর প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও।
দীর্ঘ ৪ বছর পর টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন তিনি। তাকে দুইয়ে ঠেলে টেস্টের বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। হিলির চাওয়া ক্যারিয়ারের শুরুর দিকের মতো আবারও আগ্রাহী পেসার হিসেবেই ফিরুক কামিন্স।
তিনি বলেন, 'সে ইতোমধ্যে কয়েক বছর টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছে। এখন তার ভাবনায় একই সঙ্গে যোগ হয়েছে সংক্ষিপ্ত সংস্করণের অধিনায়কত্ব, যখন সে পারিবারিক অসুস্থতার সঙ্গে লড়ছে। তাই আমি চাই একজন আগ্রাসী ফাস্ট বোলার হিসেবে সে ক্যারিয়ার শেষ করুক। আর নেতৃত্বের ভার অন্য কারো কাঁধে দেখতে চাই।'
অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক কে হতে পারেন সেই বিষয়েও ধারণা দিয়েছেন হিলি। কামিন্সের বিকল্প হিসেবে তার পছন্দ ট্রাভিস হেডকে। মূলত তার অভিজ্ঞতাই মুগ্ধ করেছেন তাকে। হিলি বলেন, 'আমার মনে হয়, ট্রাভিস হেড বেশ সক্ষম। ২১ বছর বয়স থেকে সে সাউথ অস্ট্রেলিয়ার নেতৃত্ব দিচ্ছে। তার যথেষ্ট সামর্থ্য ও প্রচুর অভিজ্ঞতা রয়েছে। আমার চোখে সেই এই দায়িত্বের যোগ্য।'
সীমিত ওভারের ক্রিকেটে অবশ্য নেতৃত্বের জন্য বেছে নেয়া যেতে পারে গ্লেন ম্যাক্সওয়েলকে। নিজের পরামর্শ জানিয়ে হিলি বলেন, 'সীমিত ওভারের সংস্করণে গ্লেন ম্যাক্সওয়েল বিবেচনায় আসতে পারে। কিন্তু দীর্ঘমেয়াদের নেতৃত্বের জন্য ট্রাভিস হেড ছাড়া আমার ভাবনায় আর কেউ নেই।'