promotional_ad

ফলো-অনে পড়া টেস্ট ১ রানে জিতল নিউজিল্যান্ড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে বাদ আর্চার

১ ঘন্টা আগে
ইনজুরিতে আবারো মাঠের বাইরে জফরা আর্চার, ফাইল ফটো

ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস এবং কোচ ম্যাককালামের হাত ধরে টেস্ট ক্রিকেটের খোলনলচেই পাল্টে গেছে। আগ্রাসী ব্যাটিং-বোলিংয়ে যেন নতুন প্রাণ খুঁজে পেয়েছে টেস্ট ক্রিকেট। আর এমন দলটির বিপক্ষেই কিনা ফলো-অনে পড়ে জিতে গেল নিউজিল্যান্ড। সেটাও মাত্র ১ রানে! নাটকের চেয়েও নাটকীয় দৃশ্য যেন বাস্তবেও এভাবে দেখা যায়! কিউইদের ছুঁড়ে দেয়া ২৫৮ রানের লক্ষ্যে ২৫৬ রানে থেমে গেল ইংলিশদের ইনিংস। আর তাতে ঘরের মাটিতে দুই ম্যাচের সিরিজ ড্র করে শেষ করল কিউইরা।


সবমিলিয়ে ৩০ বছর পর ১ রানের ব্যবধানে টেস্ট জিতল কোনো দল। সর্বপ্রথম ১৯৯৩ সালে অস্ট্রেলিয়াকে ১ রানে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। আজ ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে ১ রানে টেস্ট জিতল নিউজিল্যান্ড।


ওয়েলিংটনে ২৫৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে চতুর্থ দিনেই ১ উইকেট হারিয়ে ৪৮ রান তুলে ফেলে ইংল্যান্ড। যদিও শেষদিনের জন্য জমা ছিল অধিনায়ক টিম সাউদি, ম্যাট হেনরি এবং নেইল ওয়েগনারের বোলিং তোপ।


এই ত্রয়ীর আক্রমণের মুখেই মুখ থুবড়ে পড়ে ইংলিশ ব্যাটিং লাইনআপ। এ দিনের শুরুর ভাগেই ফিরে যান অলি রবিনসন। ২ রান করে সাউদির শিকার হন তিনি। তারপর ৮০ রানের মধ্যে বেন ডাকেট (৩৩), অলি পোপ (১৪) ও হ্যারি ব্রুকের (০) উইকেট হারায় ইংল্যান্ড।


promotional_ad

ডাকেটের উইকেটটি নেন হেনরি এবং পোপের উইকেটটি নেন ওয়াগনার। আর প্রথম ইনিংসে ঝড়ো গতিতে ১৮৬ রান তোলা ব্রুক এই ইনিংসে একটি বলও মোকাবেলা করতে পারেননি। মাইকেল ব্রেসওয়েল এবং টম ব্লান্ডেলের দক্ষতায় রানআউট হন তিনি।


আরো পড়ুন

নাইম-বিজয়ের আক্ষেপের দিনে মিরপুরে বৃষ্টির দাপট

২১ ঘন্টা আগে
নাইম শেখ ও এনামুল হক বিজয়, বিসিবি

তারপর ১২১ রানের জুটি গড়েন স্টোকস এবং জো রুট। বর্তমান এবং সাবেক অধিনায়কের এই জুটি ভাঙেন ওয়াগনার। ৩৩ রানে থাকা স্টোকসকে স্কয়ার লেগে টম লাথামের ক্যাচে ফেরত পাঠান তিনি।


ওয়াগনারের পরের ওভারে ফিরে যান রুটও। সাবেক অধিনায়কের ভাগ্য খারাপ। প্রথম ইনিংসে অপরাজিত ১৫৩ রান করলেও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করতে পারেননি তিনি। ১১৩ বলে ৯৫ রান করে মিড উইকেটে ব্রেসওয়েলকে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।


বাকি সময়টা একাই লড়ে গেছেন বেন ফোকস। ইংলিশ এই উইকেটরক্ষক শেষ পর্যন্ত লড়ে ৫৭ বলে ৩৫ রান করেন। সাউদির বলে পুল শট খেলতে গিয়ে ফাইন লেগে ওয়াগনারের হাতে তালুবন্দী হন তিনি। অপরদিকে যাওয়া আসার মধ্যে থাকে ইংল্যান্ডের টেল এন্ডাররাও।


এর আগে স্টুয়ার্ট ব্রড যখন ১১ রান করে হেনরির বলে ফিরে যান, ইংল্যান্ডের রান তখন আট উইকেটে ২১৫। আর ফোকস বিদায় নেন দলীয় ২৫১ রানে। শেষপর্যন্ত ২৫৬ রানে আন্ডারসন ফিরে গেলে পরাজয় নিশ্চিত হয় ইংল্যান্ডের।


নিউজিল্যান্ডের হয়ে ৬২ রান খরচায় চার উইকেট নেন নেইল ওয়াগনার। তিনটি উইকেট নেন সাউদি। দুটি উইকেট নেন হেনরি।


প্রথম ইনিংসে রুট-ব্রুকের সেঞ্চুরিতে ৪৩৫ রান তুলে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। জবাবে সাউদির ৭৩ রানের নৈপুণ্যে ২০৯ রান করে নিউজিল্যান্ড। ফলো-অনে পড়া দলটি কেন উইলিয়ামসনের ১৩২ এবং ব্লান্ডেলের ৯০ রানের সুবাদে দ্বিতীয় ইনিংসে ৪৮৩ রান করে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball