মাহমুদউল্লাহর ভবিষ্যত কি হবে তা আমরা পরে ভাবব: বাশার

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
মোহামেডানের নেতৃত্বে এবার মাহমুদউল্লাহ
১৬ এপ্রিল ২৫
নেতৃত্ব ছাড়ার পর টি-টোয়েন্টি দল থেকে জায়গা হারিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ কিংবা ঘরের মাঠ চলমান ইংল্যান্ড সিরিজ। কোথাও জায়গা হয়নি তার। কিছুদিন ধরেই আলোচনা চলছে তার ওয়ানডে ক্রিকেটের পারফরম্যান্স নিয়ে। রানে থাকলেও স্ট্রাইক রেট প্রত্যাশা মেটাতে পারছে না তার ফিনিশার ভূমিকার।
এমন আলোচনার মাঝে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে রাখা হয়নি মাহমুদউল্লাহকে। নির্বাচকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তরুণদের বাজিয়ে দেখতে মাহমুদউল্লাহকে বিশ্রাম দেয়া হয়েছে। বিশ্রাম দিয়ে মাহমুদউল্লাহর ক্যারিয়ার শেষ কিনা তা এখনও নিশ্চিত নয়। তবে তার ভবিষ্যত কি হবে তা পরে ভেবে দেখা হবে বলে জানান হাবিবুল বাশার সুমন।
মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটিং-ফিল্ডিংয়ে যে বয়সের ছাপ পড়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। এক সময় বাংলাদেশের লোয়ার অর্ডারের ভরসা ছিলেন মাহমুদউল্লাহ। দলের বিপর্যয়ে হাল ধরতেন আবার কখনও ম্যাচ বের করে নিয়ে বাংলাদেশকে আনন্দে ভাসাতেন। অথচ সেই মাহমুদউল্লাহই যেন নিজেকে হারিয়ে খুঁজছেন। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় তিনে রয়েছেন তিনি।

এই সময়ে ৩৬ ম্যাচে ৯৭৪ রান করেছেন অভিজ্ঞ এই ব্যাটার। প্রায় চল্লিশ গড়ে রান তোলা মাহমুদউল্লাহর স্ট্রাইক রেট ৭৪.০১। মাহমুদউল্লাহ যেখানে ব্যাটিং করেন সেখানে এমন স্ট্রাইক রেট খানিকটা বেমানানই বটে। দ্রুত রান তুলতে না পারায় সমালোচনার মুখে পড়তে হচ্ছে ৩৭ বছর বয়সি এই ব্যাটারকে।
মাহমুদউল্লাহ আয়ারল্যান্ডের বিপক্ষে না থাকলেও পরের সিরিজে অটোমেটিক চয়েজ কিনা এমন প্রশ্নের জবাবে বাশার বলেন, ‘আমার মনে হয় এই সিরিজটা নিয়েই থাকি। আপাতত আমরা এই সিরিজটা নিয়ে চিন্তা করছি। এই সিরিজটা গুরুত্বপূর্ণ। পরের সিরিজের আগেই আমরা এটা নিয়ে ভাবব। এই মুহূর্তে আমরা যেটা করেছি সেটা নিয়েই থাকি। কারণ নতুন যে খেলোয়াড় আসছে তাকে কিন্তু একটু ... (কি বলছে বুঝিনি) নিতে হবে। আমি আবারও বলছি মাহমুদউল্লাহ আমাদের প্রুভেন খেলোয়াড়। তার আর প্রমাণ করার কিছু নেই। তাকে নিয়ে ভবিষ্যত কি হবে তা আমরা পরে ভাবব। আপাতত আমরা এই সিরিজটা নিয়েই ভাবতে চাচ্ছি।’
কদিন আগে নাজমুল হাসান পাপন ফ??ন করেছিলেন মাহমুদউল্লাহকে। তাদের সেই ফোনালাপের বিষয়বস্তু প্রকাশ্যে নিয়ে এসেছেন বিসিবি সভাপতি। মাহমুদউল্লাহ টি-টোয়েন্টি কিংবা ওয়ানডে থেকে অবসর নিতে চান কিনা এমন কথা জানতে চেয়েছিলেন পাপন। যদিও অভিজ্ঞ এই ব্যাটারের উত্তর জানা যায়নি। এদিকে নির্বাচকদের পক্ষ থেকে বাশার জানিয়েছেন, তারা মাহমুদউল্লাহর অবসর নিয়ে কথা বলেননি।
এ প্রসঙ্গে বাশার বলেন, ‘(মাহমুদউল্লাহর সঙ্গে আলোচনা) আমার মনে হয়, টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কথা বলা হয়েছে। অবসর নিয়ে কেউ কোনো কথা বলেনি। এটা নিশ্চিত। অবসর নিয়ে টিম ম্যানেজম্যান্ট বা আমাদের সঙ্গে কোনো কথা হয়নি। আমরা সেটা নিয়ে আসলে আলোচনা করার অবস্থায় যাইনি। কাজেই এই বিষয়টা আসলে আমরা... যদি বোর্ড থেকে আলাপ হলে সেটা আলাদা বিষয়। আমাদের সাথে যে কথা হয়েছে, আমরা এই সিরিজটা বা সামনে কিছু খেলোয়াড়কে দেখতে চাই। সেক্ষেত্রে হয়ত এক-দুইজনকে আমরা বিশ্রাম দিতে পারি।’
মাহমুদউল্লাহকে বিশ্রাম দিয়ে বাকিদের দেখে নেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্যাপারটা আসলে কিছুই না। মাহমুদউল্লাহ যেখানে ব্যাটিং করছেন সেখানে আমাদের ২/১ জন বিকল্প আছে দেখার মতো। এজন্য (বিশ্রাম দেয়া হয়েছে), আর কিছু না। ব্যাটিং অর্ডারটা আমরা দেখতে চাচ্ছি, ১-৪ আমাদের নতুন কাউকে দেখার সুযোগ নেই। আমাদের ৫/৬/৭ দেখার একটু সুযোগ আছে।’