নিজেকে অপরাধী ভাবছেন বাটলার

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
‘আমাদের আরো শিখতে হবে’, সিরিজ হারের পর লিটন
২ ঘন্টা আগে
সুবিধাজনক অবস্থানে থেকেও বাংলাদেশের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে হেরে গেছে ইংল্যান্ড। একইসঙ্গে ধবলধোলাইও হয়েছে জস বাটলারের দল। ১৬ রানে হারের পর ম্যাচ শেষে দায় নিজের কাঁধেই নিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক। বিশেষ করে নিজের রানআউট নিয়ে হতাশা প্রকাশ করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
লক্ষ্য তাড়া করতে নেমে ৫ রানের মধ্যেই এক উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। তারপর ডেভিড মালানের সঙ্গে অসাধারণ এক জুটি গড়েন বাটলার। দুজন মিলে দ্বিতীয় উইকেটে তোলেন ৯৫ রান। তখন মনে হচ্ছিলো বেশ ভালোভাবেই ম্যাচটি জিতে নেবে ইংল্যান্ড।

তবে ১৪ ওভারের প্রথম বলে দৃশ্যপট পাল্টে দেন মুস্তাফিজুর রহমান। তার বল সামলাতে না পেরে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে মালান (৫৩) ফিরলে ভাঙে এই জুটি। সেট ব্যাটার এবং অধিনায়ক হিসেবে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়ার কাজ ছিল বাটলারের কাঁধেই।
‘বাজবল’ এর হারানো গৌরব ফেরাতে চান ম্যাককালাম
২২ ঘন্টা আগে
৩১ বলে ৪০ রান করে বাটলার খেলছিলেনও দারুণ। কিন্তু তারপরই রান আউটের ফাঁদে পড়ে যান ইংল্যান্ডের অধিনায়ক। মেহেদী হাসান মিরাজের দারুণ এক থ্রো'তে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। যদিও সময়মতো ডাইভ দিলে বেঁচে যেতে পারতেন বাটলার।
তা না করায় ম্যাচ শেষে নিজেকে নিয়েই হতাশা প্রকাশ করে বাটলার বলেন, ‘পরপর দুই উইকেট হারানো ম্যাচের ভাগ্য নির্ধারণে ভূমিকা রেখেছে। ডাইভ না দেওয়ার কারণে আমি নিজেকে নিয়ে হতাশ। সম্ভবত এটাই আমাদের ম্যাচ হারার কারণ।’
ম্যাচটিতে বোলিংয়েও শুরুটা ভালো করতে পারেনি ইংল্যান্ড। যদিও শেষটা অসাধারণ করে তারা। শেষ ৫ ওভারে জোফরা আর্চার-ক্রিস ওকসরা দেন মাত্র ২৭ রান। এমন ম্যাচে লক্ষ্যটা অবশ্যই নিজেদের নাগালে ছিল বলে মনে করেন বাটলার।
তিনি আরও বলেন, ‘আমরা (বোলিংয়ে) দারুণভাবে ফিরে এসেছিলাম। আমরা মাঠে কিছু সুযোগ নষ্ট করেছি, যা খুবই হতাশাজনক। ম্যাচ যতই এগিয়েছে উইকেট আরও ভালো হয়েছে। আমার মনে হয়, আমরা ওদের কাঙ্ক্ষিত সংগ্রহে আটকে রাখতে পেরেছিলাম। আমাদের প্রত্যাশা ছিল, আমরা এই রান তাড়া করতে পারব, কিন্তু সেটা হয়নি।’