promotional_ad

ব্যস্ততা শেষে জিম্বাবুয়ের ওয়ানডে দলে রাজা-বার্ল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পিএসএলে খেলার পর রিশাদ অন্যান্য ফ্র্যাঞ্চাইজিতেও ডাক পাবে: রাজা

৪ মে ২৫
রিশাদ হোসেন (বামে) ও সিকান্দার রাজা (ডানে), ফাইল ফটো

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন সিকান্দার রাজা। মাঝে অবশ্য খেলেছেন জিম্বাবুয়ের জার্সিতেও। এখনও ব্যস্ত সময় পার করছেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে। তবে ফ্র্যাঞ্চাইজির ব্যস্ততা শেষে জাতীয় দলের খেলায় ফিরছেন রাজা। ঘরের মাঠে নেদারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ফেরানো হয়েছে তাকে।


অস্ট্রেলিয়া মাতিয়ে শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার খেলতে গিয়েছিলেন রাজা। সেখান থেকে অভিজ্ঞ এই অলরাউন্ডারের ঠিকানা হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। যদিও খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে দল পাওয়ায় যেতে হয়েছিল সংযুক্ত আরব আমিরাত। এর মঝে ওয়ানডে সিরিজ খেলতে ফিরেছিলেন জিম্বাবুয়েতে।


promotional_ad

বর্তমানে পাকিস্তানে লাহোর কালান্দার্সের হয়ে খেলছেন রাজা। পিএসএল শেষ করে এবার ঘরে ফেরার পালা তার। নেদারল্যান্ডসের বিপক্ষে খেলে ভারত যাবেন আইপিএল খেলতে। এদিকে সিলেট স্ট্রাইকার্স, রেইন্স ও নর্দান্সের হয়ে ব্যস্ত সময় পার করা রায়ান বার্লও ফিরেছেন জিম্বাবুয়ের স্কোয়াডে।


আরো পড়ুন

বিদেশি ক্রিকেটারদের বাংলাদেশ ছাড়ার সময় জানাল রাজশাহী

২ ফেব্রুয়ারি ২৫
দুর্বার রাজশাহীর হয়ে ব্যাটে-বলে পারফর্ম করেছেন রায়ান বার্ল, ক্রিকফ্রেঞ্জি

সবশেষ মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা হয়নি শন উইলিয়ামস, টেন্ডাই চাতারা ও ব্লেসিং মুজারাবানির। আয়ারল্যান্ডের বিপক্ষে খেলার সময় চোট পেয়েছিলেন উইলিয়ামস ও চাতারা। এদিকে নভেম্বর থেকে মাঠের বাইরে মুজারাবানির। ডাচদের সঙ্গে তাদের তিনজনকেই ফিরিয়েছে জিম্বাবুয়ে।


পূর্ণ শক্তির দল পেয়ে বেশ রোমাঞ্চিত ডেভ হটন। সেই সঙ্গে নেদারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে চান জিম্বাবুয়ের প্রধান কোচ। তিনি বলেন, ‘পুরো দলকে ফিরে পাওয়াটা দারুণ ব্যাপার। সবচেয়ে বড় কথা সবাই লড়াই করার মতো ফিট আছে। স্বাভাবিকভাবেই আমাদের উদ্দেশ্য সিরিজ জেতা।’


জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের সিরিজটি আইসিসির ওয়ানডে সুপার লিগের অংশ। তবে সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে না পারায় বাছাই পর্ব খেলতে হবে তাদের। আগামী ১৮ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত জিম্বাবুয়ের মাটিতে হবে বিশ্বকাপ বাছাই পর্ব।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball