promotional_ad

ভয়ঙ্কর মুশফিককে পেতে তামিম-হাথুরুসিংহের বাজি

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

জেলা-বিভাগে ক্রিকেটে উন্নতি না করলে তার বোর্ডে আসা প্রয়োজন নেই: তামিম

৩ মে ২৫
বাংলাদেশ জেলা এবং বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন তামিম, ক্রিকফ্রেঞ্জি

পুরো সিরিজেই বাহারি সব শটে ব্যাটিং প্রদর্শনী দেখিয়েছেন লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়রা। তালিকায় আছেন মুুশফিকুর রহিমও। তবে চোখ ধাঁ???ানো ব্যাটিংয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে আলাদা করে নজর কেড়েছেন মুশফিক। নতুন ভূমিকায় নিজেকে বেশি ভালোভাবেই মানিয়ে নিয়েছেন তিনি। মারকুটে ব্যাটিংয়ে প্রতিপক্ষের বোলারদের তুলো-ধুনো করার কাজটা ঠিকঠাকই করেছেন মুশফিক।


আইরিশদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মুশফিকের ব্যাটিং অবশ্য সেটার প্রতিচ্ছবি প্রকাশ করে। কদিন আগেও চার কিংবা পাঁচে ব্যাটিং করা উইকেটকিপার ব্যাটার হঠাৎ কেন ছয়ে? ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে সেটা খোলাসা করেছেন তামিম ইকবাল। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক জানান, ভয়ঙ্কর মুশফিককে পেতে তার ও চান্দিকা হাথুরুসিংহের চাওয়ায় অভিজ্ঞ এই ব্যাটারকে ছয়ে খেলানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।


promotional_ad

তামিম বলেন, ‘শেষ সিরিজে আমি আর কোচ মিলে ঠিক করেছি ওকে আমরা ছয়ে খেলাব। কারণ, তার চারে খেলানোর বিপক্ষে কিছু নেই, সে সেখানে দারুণ খেলেছে। কিন্তু তাকে ছয়ে নামানোর কারণ, আমরা কখনো সখনো ভালোভাবে শেষ করিনি। তার অনেক অভিজ্ঞতা আছে।’


আরো পড়ুন

‘ওনারই যে প্রতিদিন রান করতে হবে, এমন তো কথা নেই’, মুশফিক প্রসঙ্গে জাকের

২৬ এপ্রিল ২৫
গণমাধ্যমে কথা বলছেন জাকের আলী অনিক, ক্রিকফ্রেঞ্জি

‘তার হাতে অনেক শট আছে। সেটা সে তার দুই ইনিংসে দেখিয়েছেও। সেটাই কারণ ছিল, কারণ সে আমার মনে হয় তার হাতে কম ওভার থাকলে সে আরও বেশি ভয়ঙ্কর হয়ে যায়। ভাগ্য ভালো, বিষয়টা কাজে দিয়েছে, সে অবিশ্বাস্যভাবে ভালো খেলেছে।’


আয়ারল্যান্ডের বিপক্ষেই শেষ নয়, আগামীতেও একই ভূমিকাতে দেখা যাবে মুশফিককে। সংবাদ সম্মেলনে সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তবে কাজটা যে সহজ নয় সেটাও মনে করিয়ে দিয়েছেন তামিম। বাঁহাতি এই ব্যাটারের চোখে, ওপেনিংয়ে পর ব্যাটিং করার জন্য সবচেয়ে কঠিন জায়গায় ছয় কিংবা সাত নম্বর।


তামিম বলেন, ‘ও (মুশফিক) যদি সেটা ক্যারি করতে পারে, তাহলে আমাদের জন্যই সম্ভাব্য সেরা বিষয় হবে সেটা। কারণ, ছয়ে ব্যাট করাটা খুবই ট্রিকিও হতে পারে। সবসময় ভালো শুরু হবে না। ১০০ রানে ৪ উইকেট, এমন পরিস্থিতিতেও তাকে এসে ব্যাট করতে হবে ‘


‘তো এটা যেই ব্যাট করুক, ছয়ে ব্যাট করাটা যে কারো জন্যেই ট্রিকি। কারণ আপনি রিয়াদ ভাইয়ের কথা বলেন, আফিফ, মুশি যার কথাই বলেন, যে ৬-৭ এ খেলবে, তার জন্যই আমার একটা সফট কর্নার থাকবে, কারণ, আমার সবসময়ই মনে হয় ওপেনিং পজিশনটা বাদ দিলে এটা ব্যাট করার জন্য সবচেয়ে কঠিন জায়গা।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball