promotional_ad

ঢাকা টেস্টে তাসকিনের বদলি রাজা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

শ্রীলঙ্কা সফরে ফেরার আশায় তাসকিন

১৫ মে ২৫
ক্রিকফ্রেঞ্জি

২০২১ সালের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দলে সুযোগ পেয়েছিলেন রেজাউর রহমান রাজা। সেবার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের চোটে ডাক পেয়েছিলেন ডানহাতি এই পেসার। তবে সাদা পোশাকে অভিষেক হয়নি রাজার। 


মাঝে আরও কয়েকবার জাতীয় দলে ডাক পেলেও বাংলাদেশের হয়ে টেস্ট খেলা হয়নি তরুণ এই পেসার। তাসকিনের সাইড স্ট্রেইনের চোটে আরও একবার টেস্ট দলে ডাক পেলেন রাজা। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াডে রাজাকে যুক্ত করার খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


promotional_ad

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সময়ই এই চোটে পড়েন তাসকিন। যে কারণে একমাত্র টেস্ট থেকেও ছিটকে যেতে হয়েছে তাকে। এর ফলে তাকে অনুশীলনও করতে দেখা যায়নি। সাইড স্ট্রেইনের চোট থেকে সেরে উঠতে কমপক্ষে দুই সপ্তাহ প্রয়োজন।


তাসকিন সর্বশেষ টেস্ট খেলেছিলেন ভারতের বিপক্ষে গত ডিসেম্বরে। এই টেস্ট দিয়েই দীর্ঘ ৭ মাস পর সাদা পোশাকে ফিরেছিলেন তাসকিন। এক টেস্ট খেলার পর আবারও ছিটকে যেতে হলো তাকে। টেস্ট ক্যারিয়ার ছয় বছরের হলেও খুব বেশি টেস্ট খেলার সুযোগ পাননি তাসকিন।


এখনও পর্যন্ত তিনি ১২টি টেস্ট খেলেছেন। বল হাতে নিয়েছেন ২৬ উইকেট। এর মধ্যে ৭টি টেস্টই খেলেছেন ২০২১ সাল থেকে। এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে বাংলাদেশের অন্যতম সেরা পারফর্মার ছিলেন তাসকিন।


এই পেসার ওয়ানডে সিরিজে ৩ ম্যাচে ২ ইনিংসে বল করে ৫ উইকেট শিকার করেন তাসকিন। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাসকিন শিকার করেছেন ৮ উইকেট। ফর্মের তুঙ্গে থাকা এই পেসারকে না পাওয়া টেস্টে খানিকটা হলেও ভোগাবে বাংলাদেশ দলকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball