promotional_ad

আফগানিস্তানকে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের সেমি-ফাইনালে বাংলাদেশ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাবর-রিজওয়ান-শাহীনকে ছাড়াই বাংলাদেশ সিরিজে খেলবে পাকিস্তান

২ ঘন্টা আগে
শাহীন শাহ আফ্রিদি, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান (বাম থেকে), ফাইল ফটো

আফগানিস্তানকে ২১ রানে হারিয়ে ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৮ রান। জবাবে খেলতে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগানিস্তান ৮ উইকেটে ২৮৭ রান তুলতে পারে কেবল। ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সেমি-ফাইনাল নিশ্চিত করল সাইফ হাসানের দল। 


আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ৭৮ রানের ইনিংস খেলেছেন ওপেনার রিয়াজ হাসান। এ ছাড়া বাহির শাহ খেলেন ৫৩ রানের অপরাজিত ইনিংস। তবে তাকে কেউ যোগ্য সঙ্গ দিতে পারেনি। মিডল অর্ডারে নুর আলী জাদরান ৫৭ বলে ৪৪ ও শাহীদুল্লাহ কামাল খেলেন ৪৭ বলে ৪৪ রানের ইনিংস। যদিও অন্য ব্যাটারদের ব্যর্থতার তিনশর আগেই থামতে হয়েছে আফগানদের।


এর আগে কলম্বোর পি সারা ওভালে এদিন টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায়নি বাংলাদেশ। দলীয় ২৫ রানে তানজিদ হাসান আউট হন মাত্র ৯ রান করে। যদিও আগের ম্যাচেই হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি।


promotional_ad

এরপর ঢাকা থেকে উড়িয়ে নেয়া আরেক ওপেনার মোহাম্মদ নাঈম ফেরেন ১৮ রান করে। চার নম্বরে নেমে দলের হাল ধরতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক সাইফ হাসান। মোহাম্মদ সালিমের বলে এলবিডব্লিউ হয়ে মাত্র ৪ রান করে শেষ হয় তার ইনিংস।


আরো পড়ুন

দিল্লিতে ব্রুকের বদলি সেদিকউল্লাহ

৭ মে ২৫
সেদিকউল্লাহ অটল ও হ্যারি ব্রুক

মাত্র ৩৪ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ 'এ' দলকে এরপর পথ দেখিয়েছেন মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। এই দুজনে চতুর্থ উইকেটে যোগ করেন ১১৭ রান। রান রেট বাড়াতে গিয়ে আফগান লেগ স্পিনার ইজহারুল হক নাভিদকে তুলে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে আউট হন জাকির।


প্রথম ম্যাচে ছয় নম্বরে নেমে ৪২ রান করা সৌম্য এদিন যেন আগের দিনের ব্যাটিংয়ের রেস নেমেছেন। জিয়া আকবরকে ক্রিজ ছেড়ে উড়িয়ে ছক্কা মেরে ইনিংস শুরু করেন তিনি। দারুণ শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি সৌম্য। মোহাম্মদ ইব্রাহিমের শর্ট বল পুল করতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা দেন সৌম্য।


পঞ্চম উইকেটে জয়ের সঙ্গে তার জুটি শেষ হয় ৪৮ রানে। এরপর দ্রুত আকবর আলী ফিরে গেলেও একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি তুলে নেন জয়। তার ১১৪ বলের ইনিংস থেমেছে খানিক বাদেই। ১০০ রানের ইনিংসে ২টি ছক্কা ও ১২টি চারের মার মেরেছেন জয়।


শেষদিএক ঝড় তুলেছিলেন মেহেদী হাসান। তার অপরাজিত ১৯ বলে ৩৬ রান ও রাকিবুল হাসানের ১২ বলে ১৫ রানের ইনিংসে ৩০৮ রানের বিশাল পুঁজি পায় বাংলাদেশ। আফগানিস্তানের হয়ে ৪টি উইকেট নিয়েছেন সালিম শাফি। একটি করে উইকেট যায় ইব্রাহীম, জিয়াউর ও নাভিদ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball