আমরা খুব কম ম্যাচই ভালো উইকেটে খেলি: শান্ত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পুরনো চোটে শান্ত, রাখা হয়েছে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে

৬ জুলাই ২৫
আউট হওয়ার পর নাজমুল হোসেন শান্ত

বিশ্বকাপের প্রস্তুতি নিতে গিয়ে যুক্তরাষ্ট্রে নাজেহাল অবস্থায় রয়েছে বাংলাদেশের। স্বাগতিকদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হারতে হয়েছে নাজমুল হোসেন শান্তর দলকে। বিশ্বকাপের মূল আসরের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এর একটি মঙ্গলবার রাতে।


আগামী পহেলা জুন দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। আসন্ন এই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে 'ডি' গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ড। তাদের বাধা পেরিয়ে সুপার এইটে যাওয়া বাংলাদেশের জন্য স্বপ্নের মতো।


promotional_ad

এখনও পর্যন্ত কোনো বিশ্বকাপেই বাংলাদেশ নক আউট পর্বে যেতে পারেনি। তুলনামূলক অভিজ্ঞ দল হলেও বিশ্বকাপে সাফল্য যেন বাংলাদেশের জন্য সোনার হরিণ হয়ে ধরা দিয়েছে। বাংলাদেশ অধিনায়ক শান্ত মনে করেন ভালো উইকেটে না খেলার কারণে বিশ্ব আসরগুলোতে ভুগতে হয় বাংলাদেশকে।


আরো পড়ুন

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচকে ঘিরে চলাচলের সময়সীমা বাড়ালো মেট্রোরেল কর্তৃপক্ষ

৩ ঘন্টা আগে
ঢাকার রাস্তায় মেট্রোরেল, ফাইল ফটো

সংবাদ সংস্থা এএফপিকে শান্ত বলেছেন, ‘প্রথমত আমাদের ভালো উইকেটে খেলতে হবে। অনেকেই এটাকে অজুহাত হিসেবে দেখতে পারেন। তবে এটাই বাস্তবতা যে আমরা খুব কম ম্যাচই ভালো উইকেটে খেলি।’


বাংলাদেশের ব্যাটাররা বড় স্ট্রাইক রেটে খেলতে পারেন না। এই অভিযোগ বেশ পুরোনো। অধিনায়ক শান্ত নিজেও স্ট্রাইক রেট নিয়ে ভুগছেন। ১৩০ এর উপরে স্ট্রাইক রেটে ব্যাট করা বাংলাদেশের একমাত্র ব্যাটার তাওহীদ হৃদয়। বাকিরা তার ধারে কাছেও নেই।


শান্ত অবশ্য বড় পরিবর্তনের জন্য সময় চাইছেন। চোখের পলকে সব বদলে ফেলা কঠিন বলেই মনে করেন তিনি। শান্তর ভাষ্য, ‘ছয় মাসের মধ্যে সবকিছু বদলে ফেলা কঠিন। আমরা যদি ভালো উইকেটে এক-দুই বছর খেলতে থাকি, তাহলে স্ট্রাইক রেটের উন্নতি হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball