বোলিং দাপটের পর ৮ উইকেটের জয় পেল ভারত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই বোলিং শক্তি দেখাল ভারত। হার্দিক পান্ডিয়ার তোপে মাত্র ৯৬ রানে গুটিয়ে গেছে আয়ারল্যান্ড। সহজ লক্ষ্য ৮ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে রোহিত শর্মার দল। এদিন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডে ইরফান পাঠানকে ছুঁয়েছেন হার্দিক। ২০ ওভারের বিশ্বকাপে দুজনেরই শিকার এখন ১৬ উইকেট করে।


আইরিশদের দেয়া ছোটো লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায়নি ভারত। দলীয় ২২ রানেই তারা হারায় বিরাট কোহলির উইকেট। আইপিএলে সর্বোচ্চ রান করা এই ব্যাটার এদিন আউট হয়েছেন মাত্র ১ রান করে। এরপর রোহিতকে সঙ্গ দিতে আসেন ঋষভ পান্ত।


এই উইকেটরক্ষক ব্যাটারকে নিয়েই মাত্র ৩৬ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ভারতীয় অধিনায়ক। দশম ওভারে শেষ বলে জস লিটলের বলে পুল করতে গিয়ে ডান হাতের বাহুতে চোট পান রোহিত। এরপর ফিজিওর সঙ্গে কথা বলে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি।


promotional_ad

শেষদিকে বড় শট খেলতে গিয়ে বেন হোয়াইটের বলে টপ এজ হয়ে আউট হয়েছে সূর্যকুমার যাদব। ৪ বলে মাত্র ২ রান এসেছে তার ব্যাট থেকে। এরপর আর কোনো দূর্ঘটনা হতে দেননি পান্ত ও শিভম দুবে। দুজনে ভারতকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। পান্ত অপরাজিত ছিলেন ২৬ বলে ৩৬ রান করে।


এর আগে এই ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ে সিদ্ধান্ত নেয় ভারত। বল হাতে নেমে তৃতীয় ওভারেই উইকেটের দেখা পায় ভারত। পল স্টার্লিং উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন মাত্র ২ রান করে। এরপর আরেক ওপেনার অ্যান্ড্রু বালবির্নিকে বোল্ড করে ফেরান আর্শদীপ। 


দলীয় ৯ রানে ২ উইকেট হারানোর পর কিছুটা বিরতি দিয়ে ২৮ রানে হয় তৃতীয় উইকেটের পতন। তৃতীয় উইকেটে লরকার টাকার ও হ্যারি টেক্টর মিলে দলের হাল ধরার চেষ্টা করেন। ১৩ বলে ১০ রান করা টাকারকে দারুণ এক ইন সুইঙ্গারে বোল্ড করে এই জুটি ভাঙেন হার্দিক।


ভারতের এই পেসার এরপর কার্টিস ক্যাম্ফার ও মার্ক এডায়ারকেও আউট করেছেন। ৪৯ রানের মধ্যে ৭ উইকেট হারা??ো দলটি এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি। আয়ারল্যান্ডের হয়ে গ্যারেথ ডিলেনি সর্বোচ্চ ২৬ রানের ইনিংস খেলেন। তার সঙ্গে জস লিটলের ১৮ বলে ২৭ রানের জুটিতেই শেষ পর্যন্ত মান বেঁচেছে আয়ারল্যান্ডের।


তাদের সামনে উগান্ডার ৫৮ রানে অল আউট হওয়ার বিব্রতকর রেকর্ড হাতছানি দিচ্ছি। তবে সেটা আর হতে দেননি ডিলেনি ও লিটল। দশম উইকেটে ডিলেনি বেন হোয়াইটকে নিয়ে আরও যোগ করেছেন ১৯ রান। ভারতের পেসারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন জসপ্রিত বুমরাহ ও আর্শদীপ সিং। একটি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ ও অক্ষর প্যাটেল। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball