‘কিছু না জিতলেও বাবরই কিং’, দাবি হাসানের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘বাবরকে নিয়ে এমন মন্তব্য করলে হারিসকে বেত দিয়ে পেটানো উচিত’

২৭ আগস্ট ২৫
ফাইল ছবি

পাকিস্তান দলে বাবর আজমকে ডাকা হয় 'কিং' নামে। যদিও বাবর বড় ধরনের কোনও শিরোপা না জেতায় ভারতসহ এশিয়ার দেশগুলোতে এটি নিয়ে প্রচুর ট্রল বা সমালোচনা হয়। এই ব্যাপারে সমালোচনার পক্ষে নন হাসান আলী। পাকিস্তানের এই পেসারের চোখে বাবরই 'কিং'।


একসময় পাকিস্তান দলের নিয়মিত মুখ হাসান। পারফর্ম করতে না পারায় শেষ কয়েক বছরে অবশ্য গুরুত্ব হারিয়েছেন তিনি। তবে দলে জায়গা না পেলেও অধিনায়ক বাবরের ওপর একইরকম শ্রদ্ধা আছে হাসানের।


promotional_ad

তিনি বলেন, 'আমি এটা নিশ্চিতভাবেই দেখেছি ওইদিন (বাবরকে কিং বলার পর থেকে) থেকে আজ পর্যন্ত আমাকে কত গালি দেওয়া হচ্ছে। কিং করে দিবে, আমি এটা বলার কারণে। সে আমার কাছে কিং। পাকিস্তান ক্রিকেটের কিং, তা সবসময়ই সে থাকবে যে মাপের ব্যাটসম্যান। আমি জানি, হয়তো মানুষজন আবার গালি দিবে। আবার খারাপ কথা বলবে আমাকে নিয়ে। কিন্তু সে পাকিস্তানের সেরা ব্যাটসম্যান। সেটা ও প্রমাণ করেছে।'


আরো পড়ুন

ফখরকে মানুষ প্রাপ্য সম্মান দেয় না, দাবি পাকিস্তান অধিনায়কের

৩ ঘন্টা আগে
ফাইল ছবি

'আমি জানি, সে (বাবর) কিছু জিতেনি, তার জেতা উচিত। অধিনায়ক হিসেবে, ব্যাটার হিসেবে, পাকিস্তানের হয়ে তার ট্রফি জেতা উচিত। পাকিস্তানের জন্য সিরিজ জেতা উচিত। কিন্তু সে-ই সেরা।'


বাবরের নেতৃত্বে ক্যারিয়ারে ৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন হাসান। অধিনায়ক হিসেবে বাবরকে বেশ কাছে থেকে দেখার সুযোগ হয়েছে তার। বাবরের সামর্থ্য তাই বেশ ভালোভাবেই জানা আছে এই পেসারের।


প্রিয় অধিনায়ককে নিয়ে তিনি আরও বলেন, 'ব্যাট হাতে সব জায়গায় সে পারফরম্যান্স করেছে। শুধু আমার মনে হয়, ভারতে আমরা একবার গিয়েছিলাম (২০২৩ ওয়ানডে বিশ্বকাপে), ওখানে সে শতক করতে পারেনি। আমরা ফ্যাব ফোর শুনতাম, বাবর আজমের কারণে ফ্যাব ফাইভ হয়েছে। বাবর ফ্যাব ফাইভের পঞ্চম খেলোয়াড়। বাবর আজম প্রমাণ করেছে। আমি এখনো বলব- সে কিং। সে করেছে (পারফরম্যান্স), আশা করি আরো উন্নতি করে সেটা চালিয়ে যাবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball