রিকেলটনের অভিষেক সেঞ্চুরির ম্যাচে চাপে প্রোটিয়ারা

সংবাদ
রিকেলটনের অভিষেক সেঞ্চুরির ম্যাচে চাপে প্রোটিয়ারা
সংগৃহীত
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
রায়ান রিকেলটনের অসাধারণ সেঞ্চুরির পরও পোর্ট এলিজাবেথ টেস্টে চাপে রয়েছে সাউথ আফ্রিকা। প্রথম দিন শেষে স্বাগতিকরা সংগ্রহ করেছে সাত উইকেটে ২৬৯ রান। মূলত শ্রীলঙ্কার পেসারদের দাপটের সামনে এ দিন সুবিধা করতে পারেনি প্রোটিয়ারা।

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে বিপদে পড়ে সাউথ আফ্রিকা। স্কোরবোর্ডে রান আসার আগেই আসিথা ফার্নান্দোর বলে এলবিডব্লিউ হয়ে বিদায় নেন
টনি ডি জর্জি।

৩৫ বলে ২০ রান করে লাহিরু কুমারার বলে বোল্ড হয়ে ফিরে যান এইডেন মার্করামও। সুবিধা করতে পারেননি ট্রিস্টান স্টাবসও। চার রান করে লাহিরুর দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। ৪৪ রানে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে দলটি।

তারপর প্রাথমিক প্রতিরোধ গড়ে তোলেন রিকেলটন এবং অধিনায়ক টেম্বা বাভুমা। ১৩৩ রানের দারুণ এক জুটি গড়েন তারা। ১০৯ বলে ৭৮ রান করা বাভুমাকে ফিরিয়ে এই জুটি ভাঙেন আসিথা। কুশল মেন্ডিসের দুর্দান্ত ক্যাচে বিদায় নিতে হয় প্রোটিয়া দলপতিকে।

তারপর দ্রুত ডেভিড বেডিংহামও। ছয় রান করা এই ব্যাটারকে বোল্ড করে মাঠছাড়া করেন প্রবাথ জয়াসুরিয়া। তারপর কাইল ভেরেইনাকে এগিয়ে যান রিকেলটন। এর মাঝে তুলে নেন নিজের অভিষেক সেঞ্চুরিও।

সেঞ্চুরির পর অবশ্য দ্রুত ফিরে যান রিকেলটন। লাহিরুর তৃতীয় শিকার হয়ে ফেরার আগে ২৫০ বলে ১১টি চারে ১০১ রান করে। দিনের শেষভাগে মার্কো জানসেনকে বোল্ড করেন বিশ্ব ফার্নান্দো।

দিন শেষে ৪৮ রানে অপরাজিত আছেন ভেরেইনা। শ্রীলঙ্কার হয়ে লাহিরু তিনটি এবং ফার্নান্ডো দুটি উইকেট নেন। একটি করে উইকেট যায় প্রবাথ এবং বিশ্ব'র ঝুলিতে।

আরো পড়ুন: সাউথ আফ্রিকা