আমরা জানি কোথায় উন্নতি করতে হবে: মিরাজ

সংবাদ
আমরা জানি কোথায় উন্নতি করতে হবে: মিরাজ
মেহেদী হাসান মিরাজ, সংগৃহীত
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হাতছাড়া হয়েছিল বাংলাদেশের। শেষ ওয়ানডেতে জিতে হোয়াইটওয়াশ এড়ানোর সুযোগ ছিল টাইগারদের। তবে রেকর্ড সংগ্রহ গড়েও ক্যারিবীয়দের হাত থেকে রেহাই পায়নি মেহেদী হাসান মিরাজের দল। বাংলাদেশের দেয়া ৩২২ রানের লক্ষ্য ৪ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে স্বাগতিকরা।

সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সফল রান তাড়ার রেকর্ড এটি। এর ফলে দীর্ঘ ১০ বছর পর বাংলাদেশকে হোয়াইটওয়াশের স্বাদ দিল ওয়েস্ট ইন্ডিজ। বড় সংগ্রহ গড়েও জয় না পাওয়ার পেছনে বড় কারণ মাঝের ওভারগুলোতে উইকেট না নিতে পারা। ম্যাচ শেষে এমনটাই বলেছেন বাংলাদেশ অধিনায়ক মিরাজ।

তিনি বলেন, 'আমাদের বোলারদের জন্য খুব কঠিন দিন ছিল। ব্যাটসম্যানরা ভালো করেছে। আমরা ভালো জুটি পেয়েছি। সৌম্য, জাকের ও মাহমুদউল্লাহ- সবাই ভালো করেছে। বোলিংয়ে আরও ভালো করার সুযোগ ছিল। মাঝের ওভারে উইকেট নিতে পারিনি। এটি আমাদের জন্য সমস্যার ছিল।'

আগামী বছর অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এর আগে এটাই বাংলাদেশের শেষ ওয়ানডে সিরিজ ছিল। এর আগে আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ। নিজেদের আর পরীক্ষা নিরীক্ষার সুযোগ না পেলেও মিরাজ জানিয়েছেন তারা জানেন কোথায় উন্নতি করতে হবে।

তিনি বলেছেন, 'এই সিরিজের পরই আমাদের সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি। আমরা জানি, আমাদের কোথায় উন্নতি প্রয়োজন। আশা করি, সামনে এগিয়ে যাওয়ার পথে আমরা বুঝতে পারব কীভাবে সেসব জায়গায় উন্নতি করতে হবে।'

সিরিজ জুড়েই দারুণ খেলেছেন বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। তিন ম্যাচে ১৯৬ গড়ে সিরিজের সর্বোচ্চ ১৯৬ রান এসেছে তার ব্যাট থেকে। সিরিজের শেষ ম্যাচে খেলেছেন ৬৩ বলে অপরাজিত ৮৪ রানের ইনিংস। এর মধ্যে ষষ্ঠ উইকেটে জাকের আলীকে নিয়ে গড়েছেন অবিচ্ছিন্ন ১৫০ রানের জুটিও। 

মাহমুদউল্লাহর প্রশংসা করে মিরাজ বলেছেন, '(মাহমুদউল্লাহ) খুব ভালো করেছেন। সিরিজে তিনটি ফিফটি করেছেন, যা দলের জন্য খুব ভালো ব্যাপার। তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখি। এই সিরিজে তরুণদের দায়িত্ব নেওয়ার সুযোগ ছিল। দুর্ভাগ্যজনকভাবে আমরা সেটি করতে পারিনি।'

আরো পড়ুন: বাংলাদেশ