ফাইনালে নিউজিল্যান্ডকে সহজেই হারাবে ভারত

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন হ্যাজেলউড
৬ ঘন্টা আগে
আগামী ১৮ জুন থেকে সাউদাম্পটনে শুরু হতে যাচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনাল। যেখানে ভারতের প্রতিপক্ষ টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা নিউজিল্যান্ড। যদিও দুইয়ে থাকার ভারতের সঙ্গে তাঁদের মাত্র ২ রেটিং পয়েন্টের ব্যবধান।
সদ্যই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতার কারণে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডকে এগিয়ে রাখছেন বেশিরভাগ সাবেক ক্রিকেটার কিংবা বিশ্লেষকরা। তবে টিম পেইনের বাজি বিরাট কোহলির ভারতে। অস্ট্রেলিয়ার এই টেস্ট অধিনায়ক মনে করেন, ফাইনালে নিউজিল্যান্ডকে সহজেই হারাবে ভারত।

এ প্রসঙ্গে পেইন বলেন, ‘আমার ভবিষ্যদ্বাণী হলো ভারত যদি মোটামুটি তাদের সেরা খেলাটা খেলতে পারে তাহলে ফাইনালে খুব সহজেই নিউজিল্যান্ডকে হারাবে ভারত।’
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল মাঠে গড়াতে বাকি আর মাত্র তিনদিন। অবশ্য গেল মাস থেকেই আলোচনার কেন্দ্র বিন্দুতে ভারত-নিউজিল্যান্ডের শিরোপা নির্ধারণের মহারণ। উপমহাদেশের উইকেটের তুলনায় ইংল্যান্ডের উইকেটগুলো একটু বেশি বাউন্সিং। শুধু সেখান থেকে পেসাররা বাড়তি সুইংও পেয়ে থাকে।
একই ধরনের কন্ডিশনে খেলে অভ্যস্ত হওয়ায় কিছুটা বাড়তি সুবিধা পাবে নিউজিল্যান্ড। তবে ফাইনালে কিউইদের বাড়তি সুবিধার কারণ হতে পারে সদ্য সমাপ্ত সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়। যদিও পেইন মনে করেন, ইংল্যান্ডের পূর্ণশক্তির দল না থাকায় জয় পেতে সহজ হয়েছে নিউজিল্যান্ডের।
পেইন বলেন, ‘আমি মনে করি নিউজিল্যান্ড খুবই ভালো দল এটা এক, দ্বিতীয়ত আমরা যদি বাস্তববাদী হয়ে থাকি তাহলে আমি মনে করি আমরা অ্যাশেজে যেমনটা দেখবো তার চেয়ে ইংল্যান্ডের এই দলটা একেবারে আলাদা ছিল।’
তিনি আরও বলেন, ‘অবশ্যই তাদের বেশ কয়েকজন মূল ক্রিকেটার ছিল যারা খেলেছে। আমি মনে করি যখন কেউ মূল ভূমিকা পালন করবে তখনই আপনি তাদের ওপর নজর রাখবেন। তবে এটাকে পরিপ্রেক্ষিতে রাখলে অবশ্যই এটা ইংল্যান্ডের শক্তিশালী দল ছিল না।’