নাহিদার সবুজ দলকেও হারাল বিসিবি অনূর্ধ্ব-১৫ দলের ছেলেরা

বিসিবি
আগের ম্যাচেই নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ নারী লাল দলকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছেন বিসিবি অনূর্ধ্ব-১৫ দলের ছেলেরা। তিন দলের টুর্নামেন্টে নাহিদ আক্তারের সবুজ দলকেও হারালেন তারা। ওমের ৮২ রানের সঙ্গে ইরফানের ৪৮ রানের ইনিংসে ১৮৯ রানের পুঁজি পায় ছেলেরা। বৃষ্টি আইনে বাংলাদেশ নারী সবুজ দলের লক্ষ্য দাঁড়ায় ১৭৭ রান। সেই লক্ষ্য তাড়ায় রুবাইয়া হায়দার ঝিলিকের ৫১ ও সোবহানা মোস্তারির ৩৫ রানের ইনিংসের পরও জিততে পারেনি তারা। নাহিদার দলকে ৪১ রানে হারিয়ে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে বিসিবি অনূর্ধ্ব-১৫ দল।

promotional_ad

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন নম্বর মাঠে বৃষ্টি আইনে জয়ের জন্য ১৭৭ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ নারী সবুজ দল। ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলে শারমিন আক্তার সুপ্তা ও দিলারা আক্তারের ১৩ রানের উদ্বোধনী জুটি ভাঙেন মাহিন হোসেন আলিফ। ডানহাতি পেসারের অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা খাটো লেংথের ডেলিভারিতে বোল্ড হয়েছেন শারমিন। ডানহাতি ওপেনারের ব্যাট থেকে এসেছে ১৫ বলে ১ রান।


আরো পড়ুন

বদলে গেল ভারত-বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচের ভেন্যু

২০ ঘন্টা আগে
ফাইল ছবি

তিনে নেমে দিলারাকে সঙ্গে নিয়ে বাংলাদেশ নারী সবুজ দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন ঝিলিক। তাদের দুজনের ১৬ রানের জুটিও ভাঙেন মাহিন। ডানহাতি পেসারের পায়ের উপর করা ডেলিভারিতে ফ্লিক করতে চেয়েছিলেন দিলারা। তবে লিডিং এজ হয়ে শর্ট মিড অনে ক্যাচ দিয়েছেন ২৩ বলে ৬ রান করা এই ব্যাটার। ২৯ রানে ২ উইকেট হারানোর পর দারুণ এক জুটি গড়ে তোলেন ঝিলিক ও সোবহানা।


promotional_ad

তারা দুজনে মিলে ৭৬ রান যোগ করেন। তবে দলের প্রত্যাশা মিটিয়ে দ্রুত রান তুলতে পারেননি তারা। ঝিলিক খানিকটা রান বের করার চেষ্টায় থাকলেও সোবহানা ছিলেন ধীরগতির। ম্যাচ জিততে যখন ৩৬ বলে ৭২ রান প্রয়োজন তখন আব্দুল্লাহর ঝুলিয়ে দেয়া ডেলিভারিতে ডাউন দ্য উইকেটে এসে ছক্কা মারতে চেয়েছিলেন সোবহানা। তবে টাইমিংয়ে গড়বড় হওয়ায় লং অফে আলিফের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ৫৬ বলে ৩৫ রানের ইনিংস খেলে।


আরো পড়ুন

জ্যোতিদের হারিয়ে চমক দেখাল বিসিবি অনূর্ধ্ব-১৫ ছেলে দল

২০ আগস্ট ২৫
বিসিবির লাইভ থেকে নেয়া ছবি

পাঁচে নেমে ভালো শুরু পেয়েছিলেন স্বর্ণা আক্তার। তবে দ্রুত রান তোলার চাপে দ্রুতই ফিরতে হয়েছে তাকে। বাঁহাতি স্পিনার আদিবের শর্ট লেংথ ডেলিভারিতে সুইপ করতে গিয়ে বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন ৬ বলে ১০ রান করা স্বর্ণা। একটু পর আব্দুল্লাহর বলে সুইপ করে ৫৮ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ঝিলিক। পঞ্চাশ ছোঁয়ার পরই থামতে হয়েছে তাকে।


আদিবের বলে দুই রান নিতে গিয়ে রান আউট হয়েছেন ৫১ রানের ইনিংস খেলা বাঁহাতি এই ব্যাটার। পরবর্তীতে অধিনায়ক নাহিদা আক্তার ও ইরা তেমন কিছু করতে পারেননি। শেষ পর্যন্ত ৩০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৫ রানে থামে বাংলাদেশ নারী সবুজ দল। বিসিবি অনূর্ধ্ব-১৫ ছেলেদের হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন মাহিন, আদিব ও আব্দুল্লাহ।


বৃষ্টিবিঘ্নিত দিনে আগে ব্যাটিং করতে নেমে ৩৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান তোলে বিসিবি অনূর্ধ্ব-১৫ দল। তাদের হয়ে সর্বোচ্চ ৯৯ বলে ৮২ রানের ইনিংস খেলেছেন ওম। এ ছাড়া ইরফান ৬৮ বলে ৪৮, বায়োজিদ ২৩ বলে অপরাজিত ২১ রান করেছেন। বাংলাদেশ নারী সবুজ দলের হয়ে ৩৩ রানে ৪ উইকেট নিয়েছেন রাবেয়া খান। দুইটি উইকেট পেয়েছেন সুলতানা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball