
বাংলাদেশ-আফগানিস্তানের দিকে তাকিয়ে আকমল
চলমান এশিয়া কাপে 'বি' গ্রুপে খেলছে শ্রীলঙ্কা। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে আছে বাংলাদেশ, আফগানিস্তান ও হংকং চায়না। এর মধ্যে হংকং কিছুটা দুর্বল হলেও বাকি তিনটি দলই প্রায় সমান শক্তিশালী। ফলে এই গ্রুপকে অনেকেই গ্রুপ অব ডেথ আখ্যা দিচ্ছেন।