প্রথমবার এসএ টোয়েন্টিতে তাইজুল, দেখে নিন ৬ দলের চূড়ান্ত স্কোয়াড

ছবি: ফাইল ছবি

মুস্তাফিজুর রহমানের নাম তোলা হলেও বাঁহাতি পেসারকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। সাকিব আল হাসান, লিটনসহ বাকি ক্রিকেটারদের কারও নামই তোলা হয়নি। চতুর্থ আসরের নিলামের চূড়ান্ত তালিকায় ৫৪১ ক্রিকেটার থাকলেও দলে পেয়েছেন ৮৪ জন। রেকর্ড ১৬.৫ মিলিয়ন র্যান্ডে বিক্রি হয়েছেন ডেওয়াল্ড ব্রেভিস। তরুণ এই ব্যাটারকে দলে নিয়েছে প্রিটোরিয়া ক্যাপিটালস। সাউথ আফ্রিকার আরেক ব্যাটার এইডেন মার্করামকে নিতে ডারবানের খরচ হয়েছে ১৪ মিলিয়ন র্যান্ড।
এসএ টোয়েন্টির নিলামে থাকা ১৪ বাংলাদেশির তালিকা প্রকাশ
১ সেপ্টেম্বর ২৫
নিলাম শেষে ৬ দলের চূড়ান্ত তালিকা—
ডারবান সুপার জায়ান্টস—
এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, নূর আহমেদ, সুনীল নারিন, জস বাটলার, কিউনা মাফাকা, ডেভন কনওয়ে, জেরাল্ড কোয়েতজি, ডেভিড বেডিংহাম, মার্কুস অ্যাকারম্যান, ইথান বশ, আন্দিলে সিমিলানে, টনি ডি জর্জি, দায়ান গালিম, তাইজুল ইসলাম, ইভান জোন্স, গাইবার্ট ওয়েগ, ডেভিড ভিসে এবং ড্যারেন ডুপাভিলন।
এমআই কেপ টাউন—

ট্রেন্ট বোল্ট, রশিদ খান, রায়ান রিকেলটন, জর্জ লিন্ডে, কর্বিন বশ, কাগিসো রাবাদা, নিকোলাস পুরান, রাসি ভ্যান ডার ডাসেন, রেজা হেনড্রিক্স, ডোয়াইন প্রিটোরিয়াস, ট্রিস্টিয়ান লুস, জেসন স্মিথ, টম মুরস, ড্যান পাইট, টিয়ান ভ্যান ভারেন, ড্যান লেটেগান, তাবরাইজ শামসি, করিম জানাত এবং জ্যাকস স্নাইম্যান।
বাংলাদেশ-আফগানিস্তানের দিকে তাকিয়ে আকমল
৫৩ মিনিট আগে
সানরাইজার্স ইস্টার্ন ক্যাপ—
ট্রিস্টিয়ান স্টাবস, মার্কো জেনসেন, জনি বেয়ারস্টো, মোহাম্মদ গাজানফার, অ্যাডাম মিলনে, কুইন্টন ডি কক, ম্যাথু ব্রিটজকে, অ্যানরিখ নরকিয়া, সেনুরান মুথুসামি, প্যাট্রিক ক্রুগার, লুথো সিপামলা, মিচেল ভ্যান বারেন, জর্ডান হারমান, বেয়ার্স সোয়ানপোয়েল, জেমস কোলস, ক্রিস উড, লুইস গ্রেগরি, সিজি কিং এবং জেপি কিং।
জোবার্গ সুপার কিংস—
ফাফ ডু প্লেসি, ডোনোভান ফেরেইরা, জেমস ভিন্স, আকিল হোসেন, রিচার্ড গ্লিসন, উইয়ান মুল্ডার, নান্দ্রে বার্গার, প্রেনেলান সুব্রায়েন, ডিয়ান ফরেস্টার, স্টিভ স্টোক, জানকো স্মিত, নেইল টিমার্স, শুভম রাঞ্জানে, ব্রেন্ডন কিং, রাইলি রুশো, রিভালদো মুনস্যামি, ইমরান তাহির এবং রিস টপলি
প্রিটোরিয়া ক্যাপিটালস—
আন্দ্রে রাসেল, উইল জ্যাকস, শেরফান রাদারফোর্ড, কেশভ মহারাজ, লুঙ্গি এনগিডি, ডেওয়াল্ড ব্রেভিস, লিজাড উইলিয়ামস, ক্রেইগ ওভারটন, সাকিব মাহমুদ, কোডি ইউসুফ, কনোর ইস্টারহুইসেন, ব্রাইস পার্সন, জুনাইদ দাউদ, উইল স্মিদ, মিকা-এল প্রিন্স, বায়ান্দা মাজোলা, উইয়ান লুব এবং সিবোনেলো মাখায়া।
পার্ল রয়্যালস—
লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, ডেভিড মিলার, বিজর্ন ফরটুইন, রুবিন হারমান, সিকান্দার রাজা, মুজিব উর রহমান, ওটিনিয়েল বার্টম্যান, গুড়াকেশ মোতি, ডেলানো পোজিটার, জ্যাকন ব্যাসন, কাইল ভেরেইনা, কিগান লিয়ন, অ্যাসা ট্রাইব, হার্দুস, ভিলজয়েন, ড্যান লরেঞ্চ, এসান মালিঙ্গা, এনকোবানি মোকিউনা, ভিসেন হালামবাগ, একাবা পিটার।