এক বছর এগিয়ে এলো বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর

১৮ বছর পর অস্ট্রেলিয়া সফর করবে বাংলাদেশ
সবশেষ ২০০৮ সালে অস্ট্রেলিয়া সফর করেছিল বাংলাদেশ। সে সময় সিরিজটি আয়োজিত হয়েছিল ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ড। এরপর যেমন বাংলাদেশের অস্ট্রেলিয়া যাওয়া হয়নি, আবার এই ভেন্যুতেও আন্তর্জাতিক কোন ম্যাচ আয়োজিত হয়নি।

promotional_ad

এবার অবশ্য অপেক্ষা ফুরাতে যাচ্ছে বাংলাদেশের। সব ঠিক থাকলে ২০২৬ সালে অস্ট্রেলিয়া সফর করতে পারে লাল সবুজের দল। তবে সেই সফরে কোন কোন ফরম্যাটের ম্যাচ খেলবে টাইগাররা তা এখনও চূড়ান্ত হয়নি। 


আরো পড়ুন

জাতীয় লিগে বিদেশি ক্রিকেটারের ভাবনায় বিসিবি

১ ঘন্টা আগে
এনসিএলের বর্তমান চ্যাম্পিয়ন সিলেট বিভাগ, বিসিবি

তবে গুঞ্জন আছে সিরিজটি হতে পারে দুই ম্যাচের টেস্ট সিরিজ। অস্ট্রেলিয়াতে বাংলাদেশের সিরিজও হবে এই নর্দান টেরিটরিতেই। বাংলাদেশ দলের এই অস্ট্রেলিয়া সফরটি হওয়ার কথা ছিল ২০২৭ সালে।  কিন্তু ওই সময় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তি উদযাপন করবে বলে বাংলাদেশের সফরটি এগিয়ে আনা হতে পারে ২০২৬ সালের অগাস্টে।


১৭ বছর ধরে কোন আন্তর্জাতিক ম্যাচ হয় না ডারউইনে। তবে এবার লম্বা এই অপেক্ষা ফুরাতে চলেছে। আগস্টে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাবে মারারা ক্রিকেট গ্রাউন্ড। এবারের অস্ট্রেলিয়ার গ্রীষ্মকালীন ক্রিকেট শুরু হবে এই সিরিজ দিয়ে।  


promotional_ad

রবিবার ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের ঘরের মাঠের আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে। মধ্য আগস্টে ছেলেদের ক্রিকেট মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ সফরের দুই সপ্তাহ পর। নর্দার্ন অস্ট্রেলিয়ার ডারউইন, কেয়ার্নস ও ম্যাককে ভেন্যুতে হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডের সিরিজ।


আরো পড়ুন

ম্যাক্সওয়েল-ইংলিস-গ্রিনের ঝড়ে অস্ট্রেলিয়া ৪, ওয়েস্ট ইন্ডিজ ০

৭ ঘন্টা আগে
১৮ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলেন গ্লেন ম্যাক্সওয়েল, ফাইল ফটো

ম্যাককেতে প্রথমবার অস্ট্রেলিয়ার পুরুষ দল মাঠে নামবে। ডারউইন শেষবার আন্তর্জাতিক ক্রিকেট হয়েছিল ২০০৮ সালে, খেলেছিল অস্ট্রেলিয়া ো বাংলাদেশ। ২০২৫-২৬ মৌসুমে সবকটি প্রদেশ ও টেরিটরিতে ক্রিকেট খেলবে ছেলেদের দল।


গত মৌসুমে বোর্ডার-গাভাস্কার ট্রফির পাঁচ টেস্ট খেলা ভারত নতুন মৌসুমে অস্ট্রেলিয়ায় সীমিত ওভারের সিরিজে আট ম্যাচ খেলবে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে পার্থে ১৯ অক্টোবর। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু ২৯ অক্টোবর।


এই সিরিজের আগে অক্টোবরের শুরুতে তাসমান সাগরের অপর পাড়ের দেশ নিউ জিল্যান্ডে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে যাবে অস্ট্রেলিয়ানরা। তবে তার দিনতারিখ এখনও নির্ধারণ করা হয়নি। ভারতের বিপক্ষে সিরিজের পর শুরু হবে অ্যাশেজ সিরিজ।


৯ নভেম্বর পার্থে শুরু হবে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে প্রায় দেড়শ বছর পুরানো দ্বৈরথ। এই মৌসুমে অস্ট্রেলিয়া ‘এ’ দলের সামনেও থাকবে ব্যস্ততা। সেই সূচি জানিয়ে দেওয়া হবে পরে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball