promotional_ad

পাকিস্তান সিরিজ থেকে নাম সরিয়ে নিলেন রানা

নাহিদ রানা
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে নাহিদ রানার। এরপর তার খেলার কথা ছিল পাকিস্তান সিরিজেও। রানাকে নিয়েই সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

promotional_ad

যদিও ব্যক্তিগত কারণে এই সিরিজ থেকে নাম সরিয়ে নিয়েছেন রানা। এই বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। তিনি জানিয়েছেন বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ ও ট্রেনারও যাচ্ছেন না পাকিস্তান সফরে।


আরো পড়ুন

নাহিদ-রিশাদের ভিসা জটিলতার সমাপ্তি, দেশে ফিরছেন নাসুম

১৮ মে ২৫
নাসুম আহমেদ,  নাহিদ রানা ও রিশাদ হোসেন (বাম থেকে), ক্রিকফ্রেঞ্জি

ফাহিম সংবাদ সম্মেলনে বলেছেন, 'পাকিস্তান সফরের জন্য আমাদের ঘোষিত স্কোয়াড থেকে নাহিদ রানা নিজেকে সরিয়ে নিয়েছে। সে পাকিস্তান যাচ্ছে না। কোচিং স্টাফদের মধ্যে থেকে ফিল্ডিং কোচ ও ট্রেইনার যে আছে তারা যাচ্ছে না। বাকিরা সবাই যাচ্ছে। বাকি সবাই যাওয়ার জন্য প্রস্তুত। কিছুটা অস্বস্তি দুই একজনের মধ্যে ছিল। কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত নিয়েছে যাওয়ার।'


promotional_ad



আরো পড়ুন

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি চূড়ান্ত, সব ম্যাচ লাহোরে

৭ ঘন্টা আগে
হাত মেলাচ্ছেন বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটাররা, আইসিসি

এর আগে পিএসএলে পেশোয়ার জালমির হয়ে খেলতে পাকিস্তানে গিয়েছিলেন রানা। তবে কোনো ম্যাচে না খেলেই ভারত ও পাকিস্তানের মধ্যকার যুদ্ধাবস্থায় দেশে ফিরতে হয় তাকে। এরপর বাংলাদেশ দলের আরব আমিরাত সিরিজ থাকায় রানার আর পিএসএলে ফেরা হয়নি।


রানার বদলি হিসেবে অন্য কাউকে দলের সঙ্গে নেয়া হচ্ছে না বলে জানানো হয়েছে বিসিবির পক্ষ থেকে। এদিকে আরব আমিরাত সিরিজের মাঝ পথেই আইপিএল খেলতে গেছেন পেসার মুস্তাফিজুর রহমান। পাকিস্তান সিরিজে দলের সঙ্গে আবার তিনি যোগ দেবেন বলে জানানো হয়েছে বিসিবির পক্ষ থেকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball