টি-টোয়েন্টি ট্রফি হাতে দেশে ফিরল বাংলাদেশ

ছবি: শ্রীলঙ্কাকে ২-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ, ক্রিকফ্রেঞ্জি

প্রায় দেড় মাসের সফর শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ দল। এই সফরে প্রথম টেস্ট সিরিজ খেলে বাংলাদেশ-শ্রীলঙ্কা। নাজমুল হোসেন শান্তর জোড়া সেঞ্চুরিতে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি ড্র করলেও দ্বিতীয় ম্যাচটি ইনিংস এবং ৭৮ রানে হেরে যায় বাংলাদেশ।
নতুন টেস্ট অধিনায়ককে অন্তত ২ বছরের জন্য চান বাশার
২ ঘন্টা আগে
ফলে টেস্ট সিরিজ হারতে হয় শান্তর দলকে। ঘটনাবহুল এই সিরিজে টেস্ট ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়েন শান্ত। এরপর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আবার হতাশ করে বাংলাদেশ। শ্রীলঙ্কা রীতিমতো পাত্তাই দেয়নি বাংলাদেশ দলকে। চারিথ আসালঙ্কার সেঞ্চুরির ম্যাচটি শ্রীলঙ্কা জিতে ৭৭ রানে।
সিরিজের দ্বিতীয় ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তানভির ইসলামের পাঁচ উইকেট এবং পারভেজ হোসেন ইমন-তাওহীদ হৃদয়ের হাফ সেঞ্চুরির নৈপুণ্যে বাংলাদেশ জিতে ১৬ রানে।

যদিও শেষ ম্যাচে ৯৯ রানে হেরে সিরিজ হাতছাড়া করে বাংলাদেশ। কুশল মেন্ডিসের সেঞ্চুরির ম্যাচে বাংলাদেশ অল আউট হয় ১৮৬ রানে। তারপর টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচেও লঙ্কানদের কাছে পাত্তা পায়নি বাংলাদেশ।
‘এত ট্রল সামলে লিটনের ছন্দে ফেরা সহজ ছিল না’
৭ ঘন্টা আগে
সাত উইকেটের জয়ে শ্রীলঙ্কার হয়ে এই ম্যাচেও হাফ সেঞ্চুরি করে অবদান রাখেন কুশল। এরপর দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের রীতিমতো উড়িয়ে দেয় টাইগাররা। জয় পায় ৮৩ রানে। লিটনের হাফ সেঞ্চুরির পর রিশাদ হোসেন, শরিফুল ইসলাম এবং মোহাম্মদ সাইফউদ্দিনের বোলিংয়ে ম্যাচটি জিতে বাংলাদেশ।
এরপর গতকাল সিরিজের শেষ ম্যাচেও বাংলাদেশ জিতে আট উইকেটে। এই ম্যাচে মাত্র ১১ রান খরচায় চার উইকেট নেন শেখ মেহেদী। পরে তানজিদ হাসান তামিমের ৪৭ বলে ৭৩ এবং লিটনের ২৬ বলে ৩২ রানে ম্যাচটি জিতে টাইগাররা।
দেশে পা রাখার পর বাংলাদেশ দলের প্রশংসা করেন ম্যানেজার নাফিস ইকবালও, 'আমাদের সবার আস্থা রাখতে হবে এই টিমের ওপর, আমরা যদি সাপোর্ট করি এই টিম নিয়ে ইনশাল্লাহ অনেক দূরে যেতে পারব।'
'আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম এই জয়টা দেশের জন্য, প্লেয়ারদের জন্য বা বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সবার আস্থা রাখতে হবে এই টিমের ওপর, আমরা যদি সাপোর্ট করি এই টিম নিয়ে ইনশাল্লাহ অনেক দূরে যেতে পারব।'