টি-টোয়েন্টিতে সিরিজসেরা লিটন দাস, ক্রিকফ্রেঞ্জি

‘এত ট্রল সামলে লিটনের ছন্দে ফেরা সহজ ছিল না’

লিটন দাসের ব্যাটিং খুব সুন্দর, লিটন যখন ব্যাটিং করেন তখন শুধু দেখতেই ইচ্ছে করে! ছন্দে থাকা লিটনকে নিয়ে প্রায়শই এমন মুগ্ধতার কথা বলেন ক্রিকেটার, ক্রিকেট বিশ্লেষক কিংবা সমর্থকরা। ডানহাতি ব্যাটারের ব্যাটিং যত সুন্দর অধারাবাহিক লিটনের ব্যাটিং যেন ঠিক ততোই ‘অসুন্দর’। ব্যাটিংয়ে ধারাবাহিকতা না থাকায় প্রায়শই সমালোচনার মুখে পড়তে হয় ডানহাতি এই ব্যাটারকে। শ্রীলঙ্কা সফরের সময়ও সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হয়েছেন তিনি। নাফিস ইকবাল জানান, এত ট্রল সামলে ছন্দে ফেরাটা লিটনের জন্য সহজ ছিল না।
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক